img

Follow us on

Saturday, Jan 18, 2025

Joka Taratala Metro: ১৭ ডিসেম্বর চালু হচ্ছে জোকা মেট্রো?

১৭ ডিসেম্বর চালু হচ্ছে জোকা মেট্রো?

  2022-12-15 20:58:02


অবশেষে অপেক্ষার অবসান। সূত্রের খবর, ১৭ ডিসেম্বর(17th December) চালু হতে চলেছে জোকা থেকে তারাতলা (Joka Taratala Metro) মেট্রো রেল পরিষেবা। নভেম্বর মাসেই এই পরিষেবা চালু নিয়ে গ্রিন সিগন্য়াল পাওয়া গিয়েছিল। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহষ্পতিবারই জোকা স্টেশন পরিদর্শনে যান মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro Authority)। খুঁটিয়ে দেখা হয় মেট্রো লাইন। যাচাই করা হয় স্টেশনের পরিকাঠামো। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে কিনা খতিয়ে দেখা হয় সেসবও। তারপরই সিদ্ধান্ত হয়, শনিবার থেকেই চালু করা যেতে পারে এই মেট্রো পরিষেবা। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে এই প্রকল্পে যাত্রী পরিষেবার ছাড়পত্র দেওয়া হয়েছে । কর্মী নিয়োগ নিয়েও জট কেটেছে বলে মেট্রো রেল সূত্রে খবর।

শনিবার উদ্বোধনের পরই সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এই পথ। জোকা থেকে সহজেই তারাতলা পৌঁছে যাবেন এলাকার মানুষ। আপাতত ৬টি স্টেশন নিয়ে চালু হচ্ছে এই পরিষেবা। জোকার পর ঠাকুরপুকুর, তারপর সখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, সবশেষে তারাতলা। এই রুটটি জোকা থেকে বিবাদি বাগ পর্যন্ত যাবে। মোমিনপুরের পর মাটির নিচে ঢুকে যাবে। মাঝেরহাট থেকে মোমিনপুরের দিকে কাজ চলছে জোর কদমে। কবে ওই কাজ শেষ হবে তা এখনও অস্পষ্ট। তবে এই পর্বে শুরু হতে চলেছে জোকা-তারাতলা পরিষেবা। 

মেট্রোর এই পর্বের দূরত্ব সাড়ে ৬ কিলোমিটার। ট্রেনে উঠলেই দিতে হবে পাঁচ টাকা। সর্বোচ্চ ২০ টাকা ভাড়া রাখা হয়েছে। অর্থাৎ জোকা থেকে তারাতলা যেতে হলে ভাড়া পড়বে ২০ টাকা। ঠাকুরপুকুর বেহালার ভাড়া পড়বে ১০ টাকা। কলকাতা মেট্রোর এই পার্পল লাইনে টুরিস্ট স্মার্ট কার্ডেরও ব্যবস্থা থাকছে। ফলে বেহালা-ঠাকুরপুকুর বাসীদের জন্য খুশির খবর বলা যেতেই পারে। আপাতত এই লাইনে একটি ট্রেনই চলাচল করবে। ধীরে ধীরে বাড়বে পরিষেবা। 

Tags:

Madhyom

East West Metro

kolkata metro

joka metro

Joka Taratala Metro

Joka Taratala Metro Inauguration

joka metro station

joka metro latest news

joka metro depot

joka metro update

joka bbd bag metro

joka esplanade metro

joka metro latest update

taratala to joka metro

joka taratala metro updates

joka


আরও খবর


ছবিতে খবর