মমতাকে কেন রাগ করতে নিষেধ করলেন জে পি নাড্ডা?
কেন্দ্রে মোদি ইমানদার সরকার চালাচ্ছে, রাজ্যে বেইমান সরকার চলছে। নদিয়ার বেথুয়াডহরীতে নাড্ডার তোপ মমতাকে। তিনি বলেন, আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ, কেন্দ্রীয় প্রকল্পের সব টাকা চুরি করে নিচ্ছে তৃণমূল।
বিজেপি সভাপতি একে একে উদাহরণ দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্পের টাকা লুঠ করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা।
জে পি নাড্ডা বলেন, সবেতেই আপত্তি রাজ্যের মুখ্যমন্ত্রীর! বিরোধী দলনেতাকে সুরক্ষা দিলে বিচারপতিকে বয়কট করে। কেন্দ্রীয় প্রকল্পের টাকার হিসেব চাইলে বলে দিল্লি টাকা দিচ্ছে না।
বিজেপির সর্বভারতীয় সভাপতির বলেন, তিনি চুরিও করবেন, আবার গলাবাজিও করবেন এটা চলতে দেওয়া যাবে না। বিজেপিকে আনুন, সে চোর ধরবে জেলেও ভরবে।
জেপি নাড্ডা জানান, মুখ্যমন্ত্রী মমতাকে বেশি রাগ করতে নিষেধও করেছেন তিনি। পরামর্শও দিয়েছেন ভাল করে সরকার চালাতে।
তিনি বলেন রাগ দেখিয়ে মিথ্যে বলে বেশিদিন চলবে না। রাজ্যের মানুষই শিক্ষা দেবেন মুখ্যমন্ত্রী মমতাকে।
Tags:
Mamata Banerjee
CM Mamata
Madhyom
CM Mamata Banerjee
Mamata
JP Nadda
bangla news
Bengali news
BJP President
BJP President JP Nadda
mamata banerjee news
mamata banerjee news today
mamta banerjee
mamata banerjee today
jp nadda bjp president
bjp president nadda
president jp nadda
bjp president jp nadda news
bjp national president
jp nadda party president
bjp new president jp nadda
jp nadda news
nadda president
jp nadda speech
not to get angry
angry
get angry
dont get angry
don't get angry
try not to angry