img

Follow us on

Saturday, Jan 18, 2025

Kaliaganj: কালিয়াগঞ্জ কাঁদছে, দোষারোপে ব্যস্ত শাসক ?

কালিয়াগঞ্জ কাঁদছে, দোষারোপে ব্যস্ত শাসক ?

  2023-04-23 21:56:10

 

কাঁদছে কালিয়াগঞ্জ (kaliganj)। এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু (minor girl death) ঘিরে শুক্রবার থেকেই উত্তপ্ত উত্তর দিনাজপুরের (north dinajpur) এই অঞ্চল। বৃহষ্পতিবার সন্ধে থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। পরদিন সকালে পুকুরে তার দেহ মেলে। অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে চলে অবরোধ। চলে ইটবৃষ্টি, কাঁদানে গ্যাস, পথ অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতদিনের জন্য কালিয়াগঞ্জে ১৪৪ ধারা জারি হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (sukanta majumdar)। পুলিশ যেভাবে ওই নাবালিকার দেহ  নিয়ে ছেঁচড়ে টেনে নিয়ে গেছে, তার বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ। তবে পুলিশের দাবি, পরিস্থিতি যা ছিল, সেই অনুযায়ী কাজ করেছে প্রশাসন।

 পুলিশ বলছে, দরকারে বিভাগীয় তদন্ত হবে। কিন্তু রাজ্যবাসীর অভিজ্ঞতা অন্য। তাদের অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতেই বেশি তৎপর থাকে প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন মৃত কিশোরীর বাড়ি যান জাতীয় শিশু সুরক্ষা কমিশনের (ncpcr) চেয়ারম্যান প্রিয়াংক কানুনগো। তাঁর নেতৃত্বে তিন সদস্যের দল গ্রামে ঢোকে। তাঁরা কথা বলেন মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে। ঘটনার তিনদিন পরও জেলার এসপি বা ডিএম এলাকায় না আসায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।  এদিকে তাঁদের এই সফর ঘিরে পাল্টা সমালোচনার রাস্তায় হাঁটে শাসক দল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (shashi panja)) অভিযোগ, কেন্দ্র শুধু এরাজ্যে দল পাঠায়। অন্য রাজ্যে চুপ থাকে।

সাধারণ মানুষের প্রশ্ন এখানেই। নাবালিকার মৃত্যুতে একটা পরিবার বিধ্বস্ত। কালিয়াগঞ্জ জুড়ে ক্ষোভ আর কান্নার রোল। সেখানে অন্য রাজ্যে কি হচ্ছে, সেদিকে নজর ঘোরাতে চাইছেন মমতার মন্ত্রী। এই চাপানউতোরের রাজনীতি থেকে কবে বেরোবে পশ্চিমবঙ্গ? কবে, পাল্টা আঙুল না তুলে, যে কোনও পর্যবেক্ষক দলের পাশে দাঁড়িয়ে সত্যের অনুসন্ধান করবে শাসক দল? পশ্চিমবঙ্গে এটা কি মরীচিকার মতো হয়ে দাঁড়িয়েছে? প্রশ্ন থেকেই যাচ্ছে।

Tags:

Kaliaganj

Kaliaganj Incident

kaliaganj chaos

kaliaganj chaos news

kaliaganj chaos update

kaliaganj chaos news update

kaliaganj news

kaliaganj update

kaliyaganj news

kaliagunj death

kaliyaganj

kaliagunj student death

kaliaganj news live

kaliaganj rape case

kaliaganj violence

kaliyaganj case

kaliagunj student death news

kaliyaganj chaos

kaliaganj student death

chaos at kaliyaganj

student death kaliyaganj


আরও খবর


ছবিতে খবর