img

Follow us on

Wednesday, Dec 18, 2024

Kaliganj: উচ্চমাধ্যমিক পাশ কালিয়াগঞ্জের সেই নাবালিকা,পরিবারে দীর্ঘশ্বাস!

উচ্চমাধ্যমিক পাশ কালিয়াগঞ্জের সেই নাবালিকা,পরিবারে দীর্ঘশ্বাস!

  2023-05-26 16:24:43

'বড় হয়ে নার্স হওয়ার ইচ্ছে ছিল মেয়ের। কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হল না।' কান্না ভেজা কন্ঠে আক্ষেপ কালিয়াগঞ্জের সাহেবঘাটার গাঙ্গোয়া গ্রামের নিহত মেয়েটির মায়ের। বুধবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। আর সেখানে ২৪৩ নম্বর পেয়ে পাশ করেছে কালিয়াগঞ্জের গাঙ্গোয়া গ্রামের নাবালিকা ছাত্রী। যার মৃত্যুতে তোলপাড় হয়েছিলো গোটা রাজ্য। দফায় দফায় উত্তেজনা,সংঘর্ষ,ভাঙচুর চলেছিলো কালিয়াগঞ্জে। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত, গ্রামটিও এখন নীরব। শুধু সমাধির নিচে শায়িত রয়েছে সেই নাবলিকার মৃতদেহ। মেয়ে উচ্চমাধ্যমিক পাশ করলেও আনন্দ এবং উচ্ছ্বাস নেই পরিবারের মধ্যে রয়েছে শুধু বিষাদের ছাপ। দেখুন ভিডিও। 

 

Tags:

kaliaganj news

kaliganj

kaliaganj victim passed hs exam


আরও খবর


ছবিতে খবর