img

Follow us on

Saturday, Jan 18, 2025

Kalna: ডান্স তৃণমূল ডান্স! তৃণমূল নেতা বারে ওড়াচ্ছেন টাকা  

ডান্স তৃণমূল ডান্স! তৃণমূল নেতা বারে ওড়াচ্ছেন টাকা  

  2023-02-09 20:23:26

স্বল্পবসনা সুন্দরী ডিস্কে। চলছে উদ্দাম নাচ। মঞ্চে তালে তালে দুলছেন নর্তকী, আর নীচে কোমর দোলাচ্ছেন পচাদা। বৃষ্টির মত ওড়াচ্ছেন টাকা। এই ছবি প্রতিদিনকার।
 
আরে পচা দা'কে চেনেন না! এই দেখুন ফেসবুক পোস্ট। কালনার মানুষ একডাকে চেনেন তৃণমূল কংগ্রেসের এই নেতাকে। নেহাত সিটটা মহিলা সংরক্ষিত। তাই বৌকে সামনে রেখে পচা দা চালাচ্ছেন, তার আনোখি কাহানিয়া।

কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের শ্রাবণী পাল। আসল নেতা কিন্তু পচা দা ওরফে বিশ্বজিত পাল। বিশ্ব জয় করেছে এই পচা দা। কারণ এক হাতে প্রশাসন, অন্য হাতে কন্ট্র্যাক্টরি। কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির বড় মাপের কন্ট্র্যাকটর এই বিখ্যাত পচা দা'! পঞ্চায়েত সমিতির বেশির ভাগ টেণ্ডার কোন ম্যাজিকে ঢোকে তারই পকেট। তা জানতে কোন প্রাইজ নেই। হাতে কাঁচা পয়সা থুরি থরে থরে টাকা! তার কিঞ্চিত উনি ওড়ান ঐ মদের নেশায় ড্যান্স বারে। সঙ্গে চ্যালা চামুণ্ডা।

তবে সব চ্যালা তো আর বিশ্বাসযোগ্য হয় না। ব্যাস ক্যাচ কট কট! ছবিতে ধরা পড়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে ভাইরাল ভিডিও। 

এই সব দেখে বেজায় খেপেছে কালনাবাসী। সামাজিক মাধ্যমে যা সব ভাষায় গালি বর্ষাচ্ছেন নেটিজেনরা তাতে নেহাত দু-কান কাটা ছাড়া লজ্জা পাবেন সবাই। তিনিও লজ্জা পেয়েছেন।(মুছে দেওয়া পেজ ছবি) তীব্র সমালোচনায় কালনার বিরোধী রাজনৈতিক দলগুলিও। বিজেপি তো তুলোধোনা করেছে পচাকে।

এবার আপনিই বলুন, কি দোষ পচা দা'র? হাতে বেহিসেবি তোলাবাজির টাকা। কালনা পুরসভা হাতের মুঠোয়। একটু আধটু রসের খোঁজে যাবেন না?টাকা ওড়াবেন না? কারণ ওনার দলের নেতাই বলছে। কোন বিরোধী নেই সবাই তৃণমূল!

সবাই তৃণমূল। তাই জনগণের টাকা ওড়ানো যায় বারে উল্লাস যাপন করে। আর স্বল্পবসনা সুন্দরীদের উন্মুক্ত চরণে ছুঁড়ে দেওয়া যায় দু হাজারি গোলাপি নোটের তাড়া।
 
তড়িঘড়ি মুছে ফেলা হয়েছে পোস্ট। কারণ এখন কালনা বাসী বলছেন, ডান্স তৃণমূল ডান্স...

Tags:

Madhyom

Trinamool Congress

bangla news

Bengali news

tmc leader

Trinamool

dance

kalna

ambika kalna

kalna news

kalna tmc

kalna update

trinamool leader dance

trinamool leader dance news

trinamool leader dance update

trinamool leader dance news update

trinamool leader dance latest news

bar dancer with trinamool leader

trinamool leader in bar blowing money

blowing money in bar

TMC leader blowing money

tmc leader in bar

tmc leader in bar blowing money


আরও খবর


ছবিতে খবর