img

Follow us on

Sunday, Jan 19, 2025

Kasba Chaos: বিধায়ক-পৌরপিতার সিন্ডিকেট লড়াই, তুলকালাম কসবা

WhatsApp_Image_2022-06-02_at_821.25_PM

  2022-06-17 20:53:56

Kasba Chaos: বিধায়ক-পৌরপিতার সিন্ডিকেট লড়াই, তুলকালাম কসবা 

 

গুলশন কলোনি তুলকালাম। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার চার।

১০৮ নম্বর ওয়ার্ডের নোনাডাঙা অঞ্চল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনিতে মঙ্গলবার রাত আটটা নাগাদ হামলা চালায় সশস্ত্র বাইক। একাধিক বাড়ি মোটরবাইক ভাঙচুর করে। এরপরই তাঁদের ধাওয়া করে ধরে ফেলে সাধারণ মানুষ।

আনন্দপুর থানার বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে, একাধিক ধারালো অস্ত্র বোমা চপার। 

আহতদের ভর্তি করা হয়েছে, ন্যাশনাল মেডিকেল কলেজে।

স্থানীয়দের অভিযোগ বিধায়ক জাভেদ খান ও ১০৮-এর পৌরপিতা সুশান্ত কুমার  ঘোষের বাহিনীর মধ্যে এলাকা দখলের লড়াইয়ের কারণেই এই হামলা। দীর্ঘদিন ধরেই দুই দলের মধ্যে বিবাদ। সিন্ডিকেট কার দখলে থাকবে তাই নিয়ে লড়াই। ভয়ে মুখ খুলছেন না স্থানীয় বাসিন্দারা।

আনন্দপুর থানার সামনে বিক্ষোভও দেখায় সাধারণ মানুষ।

 

Tags:

Kasba

Javed Khan Sushanta Ghosh

syndicate fight

Anandapur PS

Gulshan Colony

Sharp Weapon

National Medical College Hospital

Arrest


আরও খবর


ছবিতে খবর