শিবম খুনে ধৃত রুবি বিবি
নিজের হাতে খুন করেছি শিবমকে (shivam)। বিস্ফোরক জবানবন্দি শান্তিনিকেতনে নাবালক খুনে ধৃত রুবি বিবির (shantiniketan murder case accused rubi bibi)। গ্রেফতারির পর পুলিশের গাড়িতে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন একথা স্বীকার করে রুবি বিবি। রুবির কথায় বারবার উঠে এসেছে আর এক জনের কথা। তার নাম সঞ্জীব। কে এই সঞ্জীব, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে শিবমের পরিবারের ওপর রুবি বিবির যে অনেক দিনের রাগ ছিল,তা শিবমের বাড়ির লোকের কথাতেই স্পষ্ট।
এই পুষে থাকা রাগই শেষ করে দিয়েছে একটি ছোট্ট শিশুকে। দেহ মিলেছে প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে। খুনের পর বস্তাবন্দি অবস্থায় চাপা দিয়ে রাখা হয়েছিল পাঁচ বছরের শিবমের দেহ। বিচার চেয়ে আজও ফুঁসছে শান্তিনিকেতনের মোলডাঙা গ্রাম।