'কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল'-এ শাসকের হাত?
এগারো জানুয়ারি নিমন্ত্রণ করা হয়েছিল বইমেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে। চিঠির প্রাপক, লেখক অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ি। চিঠিতে কলকাতা বইমেলার মধ্যে সাহিত্য উৎসবে অংশ নেওয়ার নিমন্ত্রণ।
লেখক ডক্টর অশোক লাহিড়িকে জানানো হয়েছিল, ৯থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে আপনার সুবিধা মত যেকোন একটি দিন আর সময় জানান। ঐ দিন আপনার গুরুত্বপূর্ণ বই "ইন্ডিয়া ইন সার্চ অব গ্লোরি" নিয়ে একটা আলোচনা করার পরিকল্পনা করেছে কলকাতা সাহিত্য উৎসব বা কেএলএফ।
সাগ্রহে সম্মতি জানিয়েছিলেন, লেখক অর্থনীতিবিদ অশোক লাহিড়ি। কিন্তু তার পর থেকে আর কোন উদ্যোগ আয়োজন বা পত্রালাপ বা ফোনালাপের প্রয়োজন মনে করেনি পাব্লিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড।
যদিও গোটা ঘটনায় মুখে কুলুপ গিল্ডের। তাঁদের বক্তব্য,
"কলকাতা সাহিত্য উৎসব পুরোটাই দেখেন স্বাধীন সংস্থা, KLF, তার ডিরেক্টরই জানাতে পারবেন কি কারণ নিমন্ত্রণ। কি কারণে সেখান থেকে সরে আসা। এর সঙ্গে গিল্ডের কোন যোগাযোগ নেই।"
এতটাই যখন গুরুত্বপূর্ণ তাহলে কেন তিনি একজন লেখককে নিমন্ত্রণ করেও পিছিয়ে গেলেন? সেই প্রশ্ন বার বার উঁকি দিচ্ছে জনমানসে। তাহলে কি রাজনৈতিক কারণেই পিছিয়ে আসা কে এল এফের?কোন সে রাজনৈতিক চাপ? তাহলে কি শাসক দলের চাপের কাছে মাথা নোয়ালো কে এল এফ? কপি লেখার সময় পর্যন্ত এখনও কোন প্রতিক্রিয়া আসেনি কে এল এফের কাছ থেকে।
কারণ পেশাগত ভাবে অশোকবাবু অধ্যাপক হলেও। নির্বাচনে জিতে তিনি এখন বিজেপির বিধায়ক। বিধানসভার ভিতরে বাইরে শাসকদলের কড়া সমালোচক। নিজে মৃদুভাষী হলেও তার বক্তব্যের তীক্ষ্ণতায় বেশিরভাগ সময়েই বিব্রত শাসক দলের নেতা মন্ত্রীরা। সেটাই কি কারণ?
তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, লেখক অশোক লাহিড়ির পাণ্ডিত্যের ধারে পাশে আসতে না পারা শাসক দলের যে নেতারা বইমেলার দায়িত্বে আছেন দোলা সেন অরূপ বিশ্বাসরা তাঁদের নির্দেশেই এই অসভ্যতামি!
সেই কবে সত্যজিৎ বলে গেছেন, যে যত পড়ে তত বেশি প্রশ্ন করে, তত কম মানে।
Tags:
Madhyom
tmc
Kolkata
bangla news
Bengali news
Festival
Ashoke Lahiri
BJP MLA
ruling party
book fair
kolkata book fair
book fair 2023
kolkata book fair 2023
international kolkata book fair
kolkata international book fair 2023
kolkata boi mela
book fair kolkata
international kolkata book fair 2023
kolkata book fair 2022
ruler's hand
ruler hand
hand of ruler
shadow of ruler
kolkata literature festival
kolkata literature
literature festival
boi mela literature festival
bjp mla ashoke lahiri
ruling party tmc
tmc ruling party