img

Follow us on

Saturday, Jan 18, 2025

Kuntal on Abhishek: অভিষেকের নাম বলে নেতাকে কি বার্তা কুন্তলের?

অভিষেকের নাম বলে নেতাকে কি বার্তা কুন্তলের?

  2023-04-07 20:26:03

অত্যন্ত কাঁচা চিত্রনাট্যে অভিনয় করছেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘোষ।  
 
দ্বিতীয়বার তৃণমূল নেতা কুন্তল জানালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাতে তাঁকে নাকি বাধ্য করছে কেন্দ্রীয় তদন্তকারী দল।
 
শুধু বলেননি। লিখিত ভাবে জানিয়েছেন বিচারপতিকেও। সেই কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল। তা রেকর্ড হয়ে রইল কলকাতা হাইকোর্টে। কেন আদালতে রেকর্ড করানোর চেষ্টা?

এই চিত্রনাট্যের শুরু করেছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।২৩ মার্চ। যার ট্যুইটের ২৩ মিনিট পর মুখ খুলেছিলেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এরপর ৬ দিনের মাথায়, চিত্রনাট্যের দ্বিতীয় অংশ। 
২৯ মার্চ, ২০২৩, শহীদ মিনারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা সারদা থেকে টেট গরু কয়লা পাচারে নাকি তাঁকে জুড়তে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবং চ্যালেঞ্জ ছোঁড়েন।
  
এরপরেই প্রথমবার, ৩০মার্চ মুখ খুললেন, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ। ঠিক যে কথা বলেছিলেন নেতা অভিষেক, সেই একই কথা বললেন তিনি।
"আমাকে চাপ দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য"
কুন্তল ঘোষ, বহিস্কৃত তৃণমূল যুব নেতা
 
রীতিমত সাংবাদিক বৈঠকের স্টাইলে। মেতে উঠলেন শাসক দলের নেতারা। পালটা জবাব দিলেন বিরোধীরা। বিতর্কটা শুরু হল।
তারপর ৬ইএপ্রিল, ২০২৩, দ্বিতীয়বার। কি বলেছিলেন কুন্তল ঘোষ শুনুন।
 
এরপরেই একাধিক প্রশ্ন সামনে এসেছে। তাহলে কি দ্বিতীয়বার মেসেজ দিলেন কুন্তল? শুধু বাংলার মানুষকে নয়, বরং তাঁর দলনেতাকে। তৃণমূলের নাম্বার টু-কে। শুধু বললেন না আদালতে বিচারপতিকে চিঠি দিয়ে রেকর্ড করিয়েও রাখলেন। কি সেই মেসেজ?
 
ঠিক এই সন্দেহটাই এবার দানা বাঁধছে। তাহলে কি কাঁচা চিত্রনাট্যের দ্বিতীয় কুনাট্য বুমেরাং হয়ে ফিরে আসছে শাসক দলের কাছে? দলের নেতাকে হুঁশিয়ারি কুন্তল ঘোষের? নিয়োগ কেলেঙ্কারি থেকে কুন্তলদের না বাঁচালে এবার কেন্দ্রীয় বাহিনীর সামনে মুখ খুলবে কুন্তল? জানিয়ে দেবে মূল বেনিফিসিয়ারির নাম! 
গতকালই আদালতে জানিয়েছে ইডি। এখন সেই ভাবে জিজ্ঞাসাবাদই শুরু করা হয়নি কুন্তলকে। বরং তার নথি ঘেঁটে যে তথ্য উঠে আসছে সেগুলোই চমকে দেওয়ার মত। কি সেই তথ্য।
 
একটি বেসরকারি উড়ান সংস্থায় গ্রাউন্ড ক্রিউ হিসেবে মাত্র তিনমাস কাজ করে কুন্তল 
জমি বাড়ির দালালি শুরু করেন, 
প্রায় ১০০ কোটির বেশি সম্পত্তির মালিক কুন্তল।
আর এই উন্নতি মাত্র ৫/৬ বছরে ২০১৬ থেকে ২০২২
 
ইডি জানতে চায় এই বিপুল অর্থের উৎস কি? ২০১৬ সালের টেট নিয়ে অসংখ্য অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। 
নিয়োগ দুর্নীতি নিয়ে এতটা তৃতীয় স্তরের নাটকের চিত্রনাট্য বারবার লেখা হচ্ছে। তা কি বিচারব্যবস্থাকে দীর্ঘ করার জন্য?  

 

Tags:

Madhyom

bangla news

Bengali news

Abhishek Banerjee

Abhishek

TMC MP Abhishek Banerjee

Recruitment scam

abhishek banerjee news

abhishek banerjee tmc

recruitment scam news

leader

recruitment scam update

kuntal ghosh

kuntal ghosh news

kuntal ghosh ed

kuntal ghosh tmc

record

hidden

messages

message

secret message

kuntal ghosh on recruitment scam

kuntal ghosh latest news

hidden message

hidden messages

abhishek banerjee's name

on record

kuntal


আরও খবর


ছবিতে খবর