img

Follow us on

Saturday, Jan 18, 2025

Labpur MLA: লাভপুরের সিভিক ভলেন্টিয়ার কাজ করছে নেপালে, অভিযোগ বিরোধী দলনেতার

লাভপুরের সিভিক ভলেন্টিয়ার কাজ করছে নেপালে

  2022-08-25 20:53:30

লাভপুরের বিধায়কের নেপালে মেডিকেল কলেজ আছে। অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার।  

যদিও বিরোধী নেতার সেই দাবী অস্বীকার করেছেন, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিত সিং ওরফে রানা।

তবে তাঁর কন্যার নেপালে ডাক্তারি পড়া অস্বীকার করেননি লাভপুরের বিধায়ক। বরং কড়া মনোভাব দেখিয়ে দেখিয়েছেন বিরোধী নেতার মন্তব্যে। জানিয়েছেন রাজনীতিতে পরিবারকে টেনে আনা বাঞ্ছনীয় নয়।

বিধায়কের কন্যা ইন্দিরা সিং নেপালের ভরতপুরে কলেজ অব মেডিকেল সায়েন্সের ছাত্রী। এটি নেপালের দ্বিতীয় বেসরকারি কলেজ। কলেজের প্রোফাইলেই জানানো হয়েছে এর পিছনে রয়েছে বিদেশি বিনিয়োগ। মোট খরচ কলেজ আর হোস্টেল ফি মিলিয়ে মাত্র বার্ষিক ৬১ লক্ষ টাকা। গল্পটা এখানেই শেষ হতে পারত। যদি না বিধায়ক মেয়ের বডিগার্ড হিসেবে লাভপুরের চার সিভিক ভলেন্টিয়ারকে পাঠাতেন। তাঁরই একজন সাহেব মজুমদার। মাধ্যম গিয়েছিল সাহেবের বাড়িতে।

এই সেই বাড়ি যেখানে সাহেব মজুমদারের বাস। পাশে তৃণমূল কংগ্রেসের বোর্ড লাগানো। উঁচু ঢাকা গেট। যাতে বাইরে থেকে কিছু দেখা না যায়। বাড়িতে মা থাকলেও তাঁর দরজা খোলায় মানা। তবু যতটুক জানা গেল সে এখানে নেই।

গ্রামের লোকেরাও জানালেন। সাহেব মজুমদার একজন সিভিক ভলেন্টিয়ার। সাহেব মজুমদার এখানে থাকেন না। অন্তত শেষ ছয়-আট মাস তাঁকে কেউ বাড়িতে ঢুকতে বা বেরতে দেখেনি। 

তাহলে কোথায় থাকেন সাহেব? জানিয়েছেন বিরোধী দলনেতা। তিনি নেপালে থাকেন। কারণ সে তাঁর মেয়ের বডিগার্ড হিসেবে কাজ করেন। বিধায়কের মেয়ে বলে কথা তাঁর একজন বডিগার্ড থাকবে না?

অর্থাৎ রাজ্য সরকার বেতন দিচ্ছেন সিভিক ভলেন্টিয়ারদের। রাজ্যের মানুষের সুরক্ষার কারণে। সেই সিভিক ভলেন্টিয়ার নির্দিষ্ট থানা এলাকার বাইরে ডিউটি করতে পারেন না। পারবেন না। এটাই দস্তুর। কিন্তু সাহেব নাকি দেশেই নেই। তিনি ডিউটি করেন নেপালে। বেতন দেয় পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। তাঁর কাজ পাবলিককে সুরক্ষা দেওয়া। তিনি সুরক্ষা দিচ্ছেন বিধায়কের কন্যাকে। পরিবারকে। ভাবা যায়?

বিরোধী দলনেতার এই বিবৃতি প্রচারিত হওয়ার পরই নড়ে চড়ে বসেছে প্রশাসন। জানিয়েছে সিভিক ভলেন্টিয়ারের কাজের এক্তিয়ার

নড়ে চড়ে বসেছেন বিধায়কও। জানা গেছে তড়িঘড়ি সাহেবকে ফেরানো হয়েছে রাজ্যে জেলায় এবং লাভপুরে। আর সাহেব তাঁর থেকেও দ্রুত ডিলিট করেছে নিজের সোস্যাল মিডিয়ার যাবতীয় আপডেট। তাঁর নেপাল থাকার নথি। এমনকি প্রোফাইলটাও ডি অ্যাক্টিভেটেড করে দিয়েছেন সাহেব। যেমন বিধায়ক কন্যা ইন্দিরা সিংও। লকড করেদিয়েছেন তাঁর নিজস্ব ফেসবুক পেজ।

বিধায়কের মেয়েকে নিয়ে কোন রাজনীতি নয়। আমরাও চাই না। কিন্তু প্রশ্ন হল নিজের পাপের পাঁকে কেন নিজের মেয়েকে জড়াচ্ছেন মাননীয় বিধায়ক? মেয়ের ভবিষ্যৎ ভাল করতে একজন বাবার উদ্যোগ ধরে নিলেও তাঁর লাভপুর বিধানসভা ক্ষেত্রে এমন অসংখ্য কন্যাশ্রী আছেন। যাদের লেখা পড়া চাকরি কাজের কোন নিশ্চয়তা নেই। তাঁদের জন্য একজন বাবা হসেবে তাঁর মন কাঁদে না? নাকি তিনি শুধুই এমএলএ? লাভপুরবাসীর নন। তাঁর পরিবারের।


labhpur mla summoned,labhpur,labpur,mla,luvpur,tmc mla,birbhum labhpur,birbhum mla,labpur_assembly, Nepal Medical collage, Abhijit Singh MLA, TMC MLA, BJP, Suvendu Adhikary, Civic Volunteers of Labpur, civic volunteers work in Nepal, Bangla News, Bengali News,Madhyom
 

Tags:

bjp

Mamata Banerjee

Madhyom

Mamata

Dilip Ghosh

bangla news

Bengali news

sukanta majumder

Abhishek Banerjee

mla

opposition leader

TMC MLA

suvendu adhikary

labhpur mla summoned

labhpur

labpur

luvpur

birbhum labhpur

birbhum mla

labpur_assembly

Nepal Medical collage

Abhijit Singh MLA

Civic Volunteers of Labpur

civic volunteers work in Nepal


আরও খবর


ছবিতে খবর