Rain_coming_WB_2
নাহ এখনও কলকাতায় আসেননি তিনি। দুদিন আগেই তাঁর আসার সময় পেরিয়ে গেছে। তবু তিনি আসেননি। অপেক্ষায় দক্ষিণ বাংলা। তবে তিনি আসছেন। জানিয়েছে আবহাওয়া দফতর। আশার কথা। ইতিমধ্যেই তেসরা জুন উত্তরবঙ্গে এসে পড়েছেন তিনি। উত্তরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং, জলপাইগুড়ি, কার্শিয়ং আলিপুরদুয়ারের মাটিতে সোঁদা গন্ধ, গাছে নতুন পাতা, আকাশের নীল কমে কিঞ্চিত ধূসরতা। ভারী বৃষ্টি সতর্কতা থাকছে। অতিভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার উত্তর দিনাজপুরে।
তবে আরও কিছু দিন সময় লাগবে দক্ষিণ বঙ্গে নামতে। এখন সবে উত্তরবঙ্গের কিছু অঞ্চলে তাঁর আঁচলের ছোঁয়া লেগেছে। উত্তরবঙ্গের আকাশ বাতাস মাটি জানাচ্ছে তিনি এসে গেছেন, মালদা ছুঁলেন বলে। এসে পড়বেন দক্ষিণবঙ্গে।
১৬ তারিখ বর্ষা ঢুকবে দক্ষিণ বঙ্গে। প্রায় ৫ দিন দেরিতে। দাবদাহ আর আর্দ্রতায় হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গের। তবুও আশার কথা তিনি আসছেন। তবে দুর্বল হয়ে। এ ক'দিন মাঝে মধ্যে সামান্য ঝোড় বৃষ্টি কমাতে পারে তাপ।
তাপমাত্রা কমবে না আগামী ক'দিন। ১৬ই জুন বৃষ্টি এলেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে।