ক্লাসরুমে এ কোন সহচরী!
চারিদিকে যখন ভালবাসার মরশুম। শিমুল পলাশে লাল প্রকৃতি। মৃদু বাতাসে প্রেম প্রেম গন্ধ। তখন এক ভালবাসার গল্প শুনুন।
এও এক প্রেম। অঙ্কিতার টানেই নিয়মিত ক্লাসরুমে আসে শালিখ। ওর ডাকনাম মিঠু।
কাঁকসার শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে চলছে এক আশ্চর্য প্রেমকথা।
অঙ্কিতার সঙ্গেই শালিখের ভাব। অঙ্কিতার স্কুলে এলেই টুক করে নেমে পড়ে গাছ থেকে। তারপর সটান ঢুকে যায় ক্লাসরুমে। কখনও ডেস্কে। কখনও অঙ্কিতার ব্যাগের ওপরেই থাকে, চুপটি করে শোনে ক্লাসের পাঠ। অঙ্কিতার সঙ্গেই। ভয় পায় না শিক্ষকমশাইদের।
প্রার্থনার লাইনেও অপেক্ষা করে। কখনও মাটিতে নেমে। কখনও গাছে। প্রার্থনা শেষ হলে টুক করে অঙ্কিতায় মাথায় চড়ে ঢুকে পড়ে ক্লাস রুমে। শুরু হয় পড়াশোনা।
ভাগ করে টিফিনও খায়।
আর টিফিনের সময় তো কথাই নেই। সারাক্ষণ খেলা চলে দুজনের।
অঙ্কিতা একদিন স্কুলে না এলে। মিঠু নামের শালিখটি সেইদিন আর স্কুলে আসে না। বন্ধুর খোঁজ নিতে পৌছে যায় বাড়িতে।
আবার শালিখ যেদিন ঘুরতে যায়। তখন স্কুলে মন খারাপ করে বসে থাকে অঙ্কিতা। যদিও পরদিন দেখা হয় দুজনের। একে অন্যকে জিজ্ঞাসা করে। কোথায় ছিলি...?
তাড়াতাড়ি ফিরে এলে অবশ্য বন্ধু অঙ্কিতার সঙ্গে দেখা করে যায় মিঠু নামে শালিখ।
মাঝে মাঝে শিক্ষক-শিক্ষিকারাও শ্রেণিকক্ষে বিস্কুট খাইয়ে যায় মিঠুকে।
চারিদিকে যখন ভালবাসার মরশুম। শিমুল পলাশে লাল প্রকৃতি। মৃদু বাতাসে প্রেম প্রেম গন্ধ। তখন এই অসম ভালবাসা বড় অমূল্য। বড্ড দামি। নজিরবিহীনও বটে।
Tags:
Madhyom
bangla news
Bengali news
love
love story
love is blind
the love
with love
love bird
crazy love
love mate
taste of love
infinite love
eternal love
the eternal love
an eternal love
eternal
eternal love of dreams
companion
companions
classroom companions
companion classroom
companion mate
school companion
classroom
classroom love
classroom friend
classroom of love
love classroom
classroom companion
classroom bird
bird kid companion