তারকেশ্বরে পার্থকে মদন বাণ?
একের পর এক কেলেঙ্কারির ধাক্কায় যখন ক্রমশ কোণঠাসা তৃণমূল, তখন সপরিবারে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে গেলেন মদন মিত্র (Madan Mitra)। এদিন শুরুতেই নাম না করে কথায় কথায় খোঁচা দেন পার্থকে (Partha Chatterjee) । বলেন, ভগবানের দরজায় এসেছি ,যারা পাপী তাপি তারা পাপের প্রায়শ্চিত্ত করুক, যারা পাপী নয় তাদের যেন হয়রানি না হয়, আর অতিমারী থেকে সকল কে রক্ষা করুন বাবা মহাদেব। মদনকে যখন প্রশ্ন করা হয় যে পাশে কেউ না থাকার জন্য আক্ষেপ করছেন পার্থ চট্টোপাধ্যায়, তখন মদন বলেন, জীবনে একা চলতে শেখা একটা আর্ট। মদন বলেন, পার্থ বার বার বলছে একটি ষড়যন্ত্র আছে যেটা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। কী ষড়যন্ত্র আছে সেটা তাঁর বলে দেওয়া উচিত।
পার্থ যখন ভারী শরীর নিয়ে জেলে নাস্তানাবুদ, তখন ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন মদন মিত্র। যৌবন ধরের রাখার রহস্যটা কী? প্রশ্নের উত্তর গানে গানেই দিলেন তৃণমূল নেতা।