img

Follow us on

Sunday, Jan 19, 2025

Madan Mitra:  কুন্তলদের নিয়ে মদনের নিশানায় অভিষেক?

কুন্তলদের নিয়ে মদনের নিশানায় অভিষেক?

  2023-02-26 18:27:43

 


চাকরি দুর্নীতি কাণ্ডে যত নতুন নতুন নাম উঠে আসছে, ততই অন্তর্দন্দ্ব বাড়ছে তৃণমূলে। এবার দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন খোদ মদন মিত্র। তাঁর প্রশ্ন, কুন্তল ঘোষ, গোপাল দলপতিদের দলে ঢোকালো কে? এনিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করারও ডাক দিয়েছেন তিনি। 

মদনের প্রকাশ্য সওয়ালে অস্বস্তিতে শীর্ষ নেতৃত্ব। প্রাক্তন মন্ত্রীর এমন মন্তব্য করা উচিত হয়নি বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি যে অভিষেকের কথা মতোই চলেন, তা দলের অন্দরে কান পাতলেই বোঝা যায়। ফলে মদন বাণকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো ভাবে নেননি তা স্পষ্ট। তাঁর অস্বস্তি আরও বেশি, কারণ কুন্তল ঘোষ হুগলির যুব নেতা। দুর্নীতি সামনে আসার পরও তাকে সরানো হয়নি। তাই মদনের তির কার দিকে, তা নিয়ে দলের অন্দরেই জল্পনা শুরু হয়েছে। একদিকে কুন্তল ঘোষ, গোপাল দলপতি, অন্যদিকে কালীঘাটের কাকু ওরফে সুজয় ঘোষ। গোটা বাংলা জেনে গেছে, সুজয় ঘোষ অভিষেকের ঘনিষ্ঠ। তার লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিতে গোড়া থেকেই ছিলেন তিনি। ফলে পিরামিড রহস্য আরও স্পষ্ট হচ্ছে। কিন্তু পিরামিডের নীচের তলায় যারা আছে, তারা কী করে এমন কাণ্ড ঘটালো, তা নিয়েই প্রশ্ন তুলেছেন মদন মিত্র। গোটাটাই লজ্জার বলে মন্তব্য করেছেন তিনি। তবে এরমধ্যে এই লজ্জা কাণ্ডে তাঁর নামও জড়িয়ে গেছে। মদনের সঙ্গেই এক ফ্রেমে দেখা গেছে গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী হৈমন্তি গাঙ্গুলিকে। দুর্নীতি কাণ্ডে হৈমন্তীর নাম বলেছেন কুন্তলই। সেকারণেই এতদিন পর তিনি মুখ খুললেন কিনা তা বোঝা যাচ্ছে না। তিনি মেনে নিয়েছেন, ছবি তাঁরই। তবে হৈমন্তীকে তিনি চেনেন না। হাজার হাজার মেয়ে তাঁর সঙ্গে সেলফি তোলে। এটা সেধরণেরই ঘটনা।

ঘটনার সত্যাসত্য বিচার করবে গোয়েন্দারা। তবে শিক্ষায় চাকরি বিক্রি কাণ্ডে পিরামিডের ওপর দিকের কুশীলবরা যে ধীরে ধীরে সামনে আসছেন তা স্পষ্ট। বিজেপির দাবি, কিছুদিনের মধ্যেই জানা যাবে কেলেঙ্কারির মাথা কে। কার নির্দেশে বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছিল এই ষড়যন্ত্রের জাল। কারা কুন্তল, গোপালদের ব্যবহার করে ভোগ করেছে কোটি কোটি টাকা। ইডি, সিবিআই তদন্ত করছে। এখন অপেক্ষা, কবে তারা পৌঁছতে পারে সত্যের কাছাকাছি।

Tags:

tmc

Abhisek Banerjee

ssc scam

Recruitment scam

Madan Mitra

madan mitra news

kuntal ghosh

Gopal Dalapati

haimanti ganguly

haimanti

haimanti ganguly wife of gopal dalapati

haimanti ganguly gopal dalapati

haimanti ganguly viral

madan mitra

haimanti ganguly madan mitra

kunal ghosh vs madan mitra news

madan targets abhisek

madan mitra questions

tmc ssc scam