6_rounak
মাধ্যমিকে যুগ্ম-প্রথম রৌনক মণ্ডল
প্রাপ্ত নম্বর ৬৯৩
বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। প্রথম হবার স্বপ্ন ছিল তবে আশা করেনি রৌনক। ছোট থেকেই বিজ্ঞানের বিষয়গুলোর প্রতি আকর্ষণ। ক্লাসে কোনদিন প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। তবে মাধ্যমিকেও যুগ্ম ভাবে প্রথম হবে এমন আশাও করেনি। প্রথম হওয়ার কৃতিত্ব শিক্ষক মা বাবাকেই দিতে চায় রৌনক। একসময় গান শিখত, এখন আর শেখা হয় না। তবে গল্পের বই পড়তে ভালবাসে। ডিটেকটিভ বইয়ের পোকা। তবে তাঁর থেকেও ভাল লাগে অঙ্ক আর জীবন বিজ্ঞান। তাই ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়েই এগারো ক্লাসে পা রাখবে রৌনক। স্বপ্ন - ডাক্তার