img

Follow us on

Sunday, Jan 19, 2025

Bengal Test Paper Row: পর্ষদের টেস্ট পেপারে কীভাবে 'আজাদ কাশ্মীর'? 

পর্ষদের টেস্ট পেপারে কীভাবে 'আজাদ কাশ্মীর'? 

  2023-01-18 19:55:39

মাধ্যমিক টেস্ট পেপারের প্রশ্নপত্রে আজাদ কাশ্মীর। ভারতের মানচিত্রে চিহ্নিত করতে বলা হয়েছিল ওই অংশকে। আর তা নিয়েই পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল কেন্দ্র। সূত্রের খবর, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এই গাফিলতি কীভাবে ঘটল, তা নিয়ে জানতে চাওয়া হয়েছে। এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হল, তাও খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির শেষেই শুরু মাধ্য়মিক পরীক্ষা। প্রতিবারের মতো এবারও বেরিয়েছে টেস্ট পেপার। কিন্তু সেখানে দেখা গেছে, ইতিহাসের একটি প্রশ্নে আজাদ কাশ্মীরের উল্লেখ করা হয়েছে। মালদার একটি স্কুলের প্রশ্নপত্রে এটি দেওয়া হয় এবং তা পরে ঠাঁই পায় টেস্ট পেপারে। রাজ্য জুড়ে একটি সম্প্রদায়কে তোষণ করতে যেভাবে সরকার উঠে পড়ে নেমেছে, এটা তারই ফল বলে সমালোচনায় সোচ্চার হয়েছে বিজেপি। 

গোটা দেশের পক্ষেই এমন ঘটনা দুর্ভাগ্যজনক। এখানকার মুখ্য়মন্ত্রীর এনিয়ে ভাবা উচিত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্য়োতি। রাজ্যে এসে বুধবারই বিমানবন্দরের কাছে একটি কালীবাড়িতে পুজো দিতে যান তিনি। সেখানেই এই মন্তব্য করেন। 

মমতা সরকার বিচ্ছিন্নতাবাদীদের সমর্থক। আর তার জন্যই এমন ঘটনা ঘটছে বলে টুইটে দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। এধরনের প্রশ্ন বিচ্ছিন্নতাবাদীদের উৎসাহিত করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। বিজেপি বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ায় মাঠে নামে সরকার। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে পর্ষদকে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপর টেস্ট পেপার থেকে প্রশ্নটি বাদ দিতে বলা হয়েছে। কিন্তু মাধ্যমিক পরীক্ষা যখন সামনে, তখন সমস্ত টেস্ট পেপার থেকে এই প্রশ্ন বাদ দিয়ে নতুন টেস্ট পেপার আনতে কত সময় লাগবে,এবং এর জন্য পড়ুয়াদের যে ভোগান্তি হবে, তার জবাব কে দেবে? সরকার কি তার ভুল স্বীকার করবে, প্রশ্ন তুলছে ছাত্র সমাজ থেকে বিশিষ্ট মানুষজন। 

 

 

 

 

Tags:

Dilip Ghosh

Sukanta Majumdar

azad kashmir paper row

azad kashir in bengal test paper question

madhyasiksha madhyamik test 2023 bengali question paper

madhyamik test paper 2023

madhyamik test 2023 history question paper

madhyamik test 2023 bangla question paper

2023 madhyamik question paper bengali

azad kashmir

madhya shiksha parsad test paper

maldah school test question controversy

azad kashmir in madhyamik test history question

bjp attack tmc on question row


আরও খবর


ছবিতে খবর