নবজোয়ারে ব্যস্ত পুলিশ, মহিষাদলে নিখোঁজ মেয়ের চিন্তায় মা-বাবার কান্না!
নাবালিকা কন্যা (girl missing) নিখোঁজ ৫ দিন ধরে। কিন্তু মহিষাদল (mahishadal) থানায় অভিযোগ জানিয়েও কোনও বিহিত হয়নি। কোনও উদ্যোগই নেয়নি পুলিশ। আর তাদের যুক্তিটাও হাস্যকর। নবজোয়ার (nabo jowar)কর্মসূচিতে জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার জন্য ব্যস্ত থাকবে জেলার সব পুলিশ। অন্যদিকে তাকাবার তাঁদের সময় নেই ।মেয়ের চিন্তায় কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজ নাবালিকার পরিবার। দেখুন ভিডিও।