img

Follow us on

Saturday, Jan 18, 2025

Mal Flash Flood: বালির বাঁধ দিয়ে নদীর পথ বদলই কি বিপর্যয়ের মূল কারণ?

WhatsApp_Image_2022-10-06_at_1844.47

  2022-10-06 19:43:50

সকালে ধ্বংসস্তুপের ছবি।

গত রাতেই প্রতিমা বিসর্জনের সময় আচমকা হড়পা বানে ভেসে গেছেন বহু মানুষ। আজ সকালের ছবি দেখে বোঝার উপায় নেই গত ৫ অক্টোবরের রাতে কিভাবে তাণ্ডব চালিয়েছে জল।

ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে গাড়ি। ভাঙা বেড়া। জলের ধারে পড়ে থাকা রশি। 

জল চিহ্ন রেখে যায় না কিছু্র। সব টেনে নিয়ে যায়, ভাসিয়ে দেয় সামান্য কুটোটুকুও। তেমনই হারিয়ে গেছেন অনেকে। নিখোঁজ এখনও অন্তত ৪০। প্রশাসন জানাচ্ছেন কেউ আশ্রয় নিয়েছে সামান্য উচু জমিতে। কেউ আটকে রয়েছে দ্বীপের মত অংশে। উদ্ধার হওয়া অনেকেই হাসপাতালে। 
(অ্যাম্বিয়েন্স)
আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন বিজেপি মুখ্য সচেতক, আর সাংসদ জন বার্লা। প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি। 
(অ্যাম্বিয়েন্স)
কিন্তু আসল তথ্য বেরিয়ে এল বিপর্যয় মোকাবিলা আধিকারিকের বক্তব্যে। জানিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের ভিতরের ছবিটা। 
বাইটঃ 
বিপর্যয় মোকাবিলায় ছিল না নৌকা। সার্চ লাইট যত্নে রাখা ছিল দফতরে। বেশির ভাগ আধিকারিকই ছিলেন ছুটিতে বা বিনা নোটিশে অনুপস্থিত। কিন্তু সবচেয়ে বড় অভিযোগ। বিপর্যয় মোকাবিলা দফতরে প্রয়োজনীয় লোক নেই, কারণ নিয়োগ হয়নি। 
বাইটঃ
কর্মীরাও জানাচ্ছেন। নৌকা ছিল না। বরং রশি দিয়ে মোকাবিলায় নেমেছিলেন উদ্ধারকারী দল। নৌকা কোথায়? উত্তর মেলেনি।
বাইটঃ
এবার শুনুন কাল রাতের ভয়ংকর ছবির আরেকটা অংশ। এনারা এসেছিলেন প্রতিমা ভাসান দিয়ে। এদের নিজের চোখে দেখা অভিজ্ঞতা।
বাইটঃ
প্রধানমন্ত্রীর দফতর ক্ষুব্ধ। ট্যুইটে জানিয়েওছেন সে কথা, জানিয়েছেন মৃত আহতদের সাহায্য আর চিকিৎসার কথা।
বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছেন মৃতের পরিবারকে অর্থ সাহায্যের কথা।
কিন্তু যে মানুষগুলো ভেসে গেল। মরে গেল। দশমীর দিনেই যাদের পরিবারের বিসর্জন হয়ে গেল ঐ সামান্য ঐ কটা অর্থ কি মেটাতে পারবেন শোক ? 

হড়পা বান ঠেকাতে মালবাজারের পরিবেশ বাঁচানোর কথা কি কেউ বলবেন? স্থানীয়দের অভিযোগ বদলানো হয়েছে মাল নদীর গতিপথ। বালির বস্তা দিয়ে নদীর স্রোত ঘুরিয়ে দেওয়া চরম প্রশাসনিক গাফিলতি। স্থানীয়দের অভিযোগ, মাল নদীর স্রোত যে দিকে বইছিল সেদিকে বইতে না দিয়ে বালির বস্তা দিয়ে স্রোতের গতিপথ বদলে দিয়েই বিপত্তি। জেলা ও মালবাজার স্থানীয় প্রশাসন যদি বস্তা না ফেলে গতি বদলাতেন তাহলে হড়পা বান এলেও এমন বিপর্যয় হতো না। 

তাহলে বিপর্যয় শুধু রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের নয়। জেলা প্রশাসনেরও।   

নেই সার্চ লাইট, নৌকা
নিধিরাম সর্দার মোকাবিলা বাহিনী?

 

Tags:

bjp

Madhyom

bangla news

Bengali news

Bangla khabor

Vijaya Dashami

Jalpaiguri

Mal river

Flash Flood

Mal river flash flood

idol immersion flash flood

idol immersion

pm modi tweet

jalpaiguri mal river flash flood

flash flood in mal river

flash floods

durga puja immersion flash flood jalpaiguri west bengal

flash flood video

malbazar flash flood

jalapaiguri flash flood

jalpaiguri mal river incident

bengal flash flood

jalpaiguri flash floods

bjp blames district administration

reason for flash flood

reason for mal river incident

Sand Dam

reasons for failure of disaster management

disaster management

disaster

disasters

disaster rescue

failure of disaster manegment

Diversion of Mal River


আরও খবর


ছবিতে খবর