img

Follow us on

Friday, Nov 22, 2024

 Malda 100 days work scam:দুর্নীতি ঢাকতে লুকোনো ছিল ১০০ দিনের প্রকল্পের বোর্ড?

লুকনো ফলক তুলে এনে বিক্ষোভ গ্রামবাসীদের

  2023-01-20 23:36:32


১০০ দিনের কাজের প্রকল্পের বোর্ড অন্য জায়গায় গায়েব করে টাকা চুরি করেছে তৃণমূল? এই অভিযোগে উত্তাল মালদার চাঁচল। সেখানকার অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতর দেবিগঞ্জ গ্রাম। গ্রাম বাসীদের অভিযোগ, মহানন্দার চর থেকে শুরু করে পরিত্যক্ত বাড়ি থেকে এলাকায় গত কয়েকদিনে উদ্ধার হয়েছে ১১টি বোর্ড বা ফলক। এখানেই তুলে ধরা হয়েছিল কোথায় কোন কাজ হবে। কিন্তু সেসব কাজ তো হয়ইনি, উল্টে তুলে ফেলে দেওয়া হয়েছিল বোর্ডগুলি। এই ফলকগুলি উদ্ধার করে মাঠের মধ্যে পুঁতে দেন গ্রাম বাসীরা। সোচ্চার হন অভিনব প্রতিবাদে।   
১০০ দিনের কাজে ওই গ্রামে অনেক প্রকল্প ধরা হয়েছিল। কলাবাগান, গোয়ালঘরের জন্য টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু সেসব কাজ তো হয়ইনি, টাকা কোথায় গেছে, তা নিয়েই প্রশ্ন এলাকাবাসীর। তৃণমূলের শাসনে গ্রামে গ্রামে টাকা লুঠের অভিযোগে সোচ্চার হয়েছে বিজেপিও।  দুর্নীতির অভিযোগ উঠেছে অলিহন্ডার পঞ্চায়েত সদস্য জাহাঙ্গির আলমের বিরুদ্ধে। যথারীতি চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগে কান দিতে নারাজ চাঁচল ১ এর ব্লক সভাপতি তৃণমূলের শেখ আফসার আলিও।

১০০ দিনের কাজে শাসকের চুরি নিয়ে এরমধ্যেই উত্তাল রাজ্য। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে। দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্র থেকে ছুটে আসতে হচ্ছে প্রতিনিধি দলকে। তবে মালদার চাঁচলে শাসকের দুর্নীতি সামনে আনতে প্রকল্পের ফলক তুলে ধরে যেভাবে প্রতিবাদ করলেন, তা অভিনব।

 

 

Tags:

Madhyom

Malda

Malda news

bangla news

Bengali news

100 days work

100 days work scam

 Malda 100 days work scam

malda news today

malda latest news

malda 100 days work

chanchol

villagers agitation

board hide out


আরও খবর


ছবিতে খবর