img

Follow us on

Sunday, Jan 19, 2025

School Bus Accident: মালদায় ৭১ পড়ুয়াকে নিয়ে উলটে গেল স্কুলবাস, আহত ৮ গুরুতর

Malda_Bus_Accident

  2022-07-02 20:14:03

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল স্কুল বাস। শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার লক্ষ্মীপুরে। দুর্ঘটনার জেরে কেন্দ্রীয় বিদ্যালয়ের বেশ কয়েক জন পড়ুয়া জখম হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর দুটোর কিছু পরে এই দুর্ঘটনা ঘটে। মালদহের ইংরেজবাজার থানার মালদহ-মানিকচক রাজ্য সড়কে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসে ৭১ জন পড়ুয়া ছিলেন। তার মধ্যে ১৫-১৬ জনের চোট লেগেছে। বেশ কয়েক জনের মাথাতেও আঘাত লেগেছে। খবর পেয়ে চলে আসেন অভিভাবকরাও। 

আহতদের মধ্যে আট জনের জখম গুরুতর। প্রাথমিক ভাবে, স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান। দুর্ঘটনাস্থলে যায় পুলিশও। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেন্দ্রীয় বিদ্যালয়ের বাসটি ছুটির পর এই বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শীর দাবি, খুব দ্রুত গতিতে যাচ্ছিল না স্কুলবাসটি। হঠাতই দেখা গেল বাসটি ধীরে ধীরে উল্টে যাচ্ছে। তাহলে কি ভাবে এই দুর্ঘটনা ঘটল? 
একাধিক সম্ভাবনা উঠে আসছেঃ

---দুর্ঘটনার একাধিক সম্ভাবনা
জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণ না হওয়ায় দুর্ঘটনা, 
বাসটির স্বাস্থ্য খারাপ, যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনা
ড্রাইভার নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনা

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। 

 

Tags:

Malda

bangla news

Bengali news

bangla news live

School Bus Accident

Students Injured

English bazar PS

Bangali News Live

Kendriya Vidyalaya