img

Follow us on

Saturday, Jan 18, 2025

Malda: পঞ্চায়েতের আগেই কি মাদ্রাসা দখলে মহড়া তৃণমূলের?

পঞ্চায়েতের আগেই কি মাদ্রাসা দখলে মহড়া তৃণমূলের?

  2023-02-07 21:06:09

পঞ্চায়েত নির্বাচনের আগেই ছোটখাট নির্বাচনী মহড়া হয়ে গেল মালদায়।
স্থানীয় হাই মাদ্রাসার নির্বাচন ঘিরে চলল উত্তপ্ত রতুয়া থানার বাতনা এলাকা। দুইপক্ষের মধ্যে মারপিট, বোমাবাজি একাধিক মোটরবাইক ভাঙচুর চলল গুলি। শেষ পর্যন্ত রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

বিরোধী নেই। না বিজেপি, না কংগ্রেস, না সিপিআইএম। বিরোধী কোন দলই এখানে প্রার্থী দিতে পারেননি। শাসকদলের দাপটে। যুযুধান দুই পক্ষই তৃণমূলের। হাই মাদ্রাসার পরিচালন কমিটির দখল কার হাতে থাকবে তাই নিয়ে তৃণমূলের দুই পক্ষের লড়াই। দুই পক্ষেরই অভিযোগ অন্য পক্ষ ভোটে জিততে বহিরাগতদের জড়ো করে। আসল ভোটারদের তাড়িয়ে ব্যাপক ছাপ্পা ভোট দেয়। 

রতুয়া থানা বাতনা হাই মাদ্রাসায় নির্বাচনের কথা দাবি অনেকদিনের। ভোট করাতে চাইছিল না তৃণমূলের একাংশ। শেষ পর্যন্ত ২৯ জানুয়ারি ভোটের কথা ছিল। কিন্তু পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা যায়নি বলে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। যথেষ্ট পুলিশি ব্যবস্থা করেও অশান্তি এড়ানো গেল না। তৃণমুলের দুই পক্ষের কাজিয়ায় অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। ভাঙচুর করা হয় বাইক মোটর সাইকেল। ভেঙে দেওয়া হয় নির্বাচনী বুথ থেকে আশেপাশের বাড়ি। এক পক্ষ অন্য পক্ষকে প্রাণে মারার হুমকি দেয় তারপরই চলে গুলি। চলে যথেচ্ছ বোমাবাজি। গুলির আঘাতে জখম হন গ্রামবাসী মতিউর রহমান।  

স্থানীয় গ্রামবাসী ও পুলিশ মতিউর রহমানকে উদ্ধার করে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কে কোন পক্ষের মানুষ? কোন নেতার অনুগামী? কার হাতে থাকবে হাই মাদ্রাসার পরিচালন সমিতি? কে লুঠ করবে সংখ্যালঘুদের জন্য অনুদান লড়াই তাই নিয়ে। দুইপক্ষের তৃণমূলের গোষ্ঠীর লড়াইয়ে রণক্ষেত্র বাতনা। পরিস্থিতি সামলাতে র‍্যাফ ও পুলিশ বাহিনী নামাতে হয়। ভণ্ডুল হয়ে যায় হাই মাদ্রাসার নির্বাচন। অঞ্চলের ছবিই বুঝিয়ে দিচ্ছে দুই তৃণমূলের দাপট।

Tags:

Madhyom

tmc

Malda

Malda news

bangla news

Bengali news

madrasa

Maldah

Panchayat Election

West Bengal panchayat election

wb Panchayat Election

gram panchayat election

panchayat elections

gram panchayat elections

Madrasa news

malda news today

malda latest news

malda today news

malda tmc

malda jela

malda tmc news

tmc exercise

tmc election exercise

tmc vote exercise

west bengal gram panchayat election

exercise before panchayat election

panchayat elections in wb

wb madrasa

madrasa in wb

madrasa capture in wb

wb madrasa capture


আরও খবর


ছবিতে খবর