অনুব্রতকে নিয়ে মমতা-অভিষেকের দুই সুর!
একজন চান অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিতে। আর একজন বলছেন ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করলে, তার পাশে থাকবে না তৃণমূল। একজন বলছেন দক্ষিণবঙ্গের কর্মিসভায়। আর একজন বলছেন উত্তরবঙ্গের চা বাগানে। যেখানে পায়ের নীচে থেকে আগেই মাটি সরে গেছে তৃণমূলের। গত লোকসভা ভোটে জোর ধাক্কা খেয়েছে শাসক দল। কেলেঙ্কারির ধাক্কায় শাসকের বিরুদ্ধে যখন চোর চোর রব উঠছে তখন উত্তরবঙ্গে গিয়ে কি দলের ভাবমূর্তি ফেরানোর নাটক করছেন অভিষেক? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রতকে নিয়ে প্রকাশ্যেই মতভেদ তৈরি হয়েছে তাঁর? চলুন শোনা যাক মালবাজারে গিয়ে কি বলেছেন অভিষেক। অভিষেক যখন একথা বলছেন, তখন কিছুদিন আগেই কেষ্টকে জেল থেকে বেরোলে বীরের সম্মান দেওয়ার ডাক দিয়েছেন দলনেত্রী।
কেষ্টর সিংহাসন ঠিক রাখতে মমতা বলছেন জেলা নেতৃত্বকে তৈরি থাকতে। আবার অভিষেক বলছেন অন্য কথা। এই দুরকম অবস্থান নিয়েই জল্পনা দানা বাঁধছে খোদ তৃণমূলের অন্দরেই। অনেকে বলছেন, এটা পিসি-ভাইপোর নাটক। মমতা চাইছেন পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে। নেতাদের কাজ দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া কর্মীদের উজ্জীবিত করতে। আর অভিষেক চাইছেন নতুন তৃণমূল গড়ার নামে দলের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে। পার্থ-অনুব্রতর বিরুদ্ধে কথা বলে শুদ্ধিকরণের বার্তা দিতে। দলের অন্য অংশ আবার মনে করছে, এটা নাটক নয়, পিসি-ভাইপোর মতভেদ। দলের নানা ভূমিকায় আগেও যেমন দুজনের মধ্যে সংঘাত বেঁধেছে, এবারও তাই হচ্ছে। ফলে মমতার কেষ্ট বন্দনার পর অভিষেকের বিরাগ বার্তা নতুন জল্পনার সৃষ্টি করেছে।
Tags:
Abhisek Banerjee
mamata banerjee speech
mamata banerjee news
abhisek
anubrata mandal in cbi
anubrata mandal news
Anubrata Mandal case
mamata honour anubrato
nation wants to know
Honour of Hero
Mamata Stands Beside Anubrata
mamata support anubrata
tmc anubrata news
anubrata mondal
Mamata Abhisek different opinion on Anubrata
mamata Banerjee
Mamata
Anubrata Mandal
abhisek banerjee news
anubrata mandal cbi
mamata vs abhisek on anubrata mondal
mamata vs abhisek
abhisek criticize anubrata
Abhisek and Mamata's stand on Anubrata differs
Drama or Discord
mamata abhisek conflict