img

Follow us on

Sunday, Jan 19, 2025

Mamata Amit Shah Meeting: নবান্নে একান্তে ১৭ মিনিট, কি হল আলোচনা?

নবান্নে একান্তে ১৭ মিনিট, কি হল আলোচনা?

  2022-12-17 22:33:36

একান্তে ১৭ মিনিট। নবান্নের চোদ্দ তলায় মুখ্যমন্ত্রীর ঘরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি কথা হল দুজনের? তাই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সকাল থেকেই রাজ্য সরকারের বিভিন্ন সূত্র থেকে, তৃণমূলের বিভিন্ন সোর্স থেকে, ভাসিয়ে দেওয়া হচ্ছিল নানা প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে একান্ত আলোচনার নানা পয়েন্ট। কিন্তু আসলে ঠিক কি কথা হল দুজনের?

অথচ মুখ্যমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত বৈঠকের আগেই, প্রায় আড়াইঘন্টার বেশি সময় ধরে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক হয়েছে। নির্দিষ্ট সময়ের থেকেও প্রায় ৪৩ মিনিট বেশি সময় ধরে চলে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক। হাজির ছিলেন  উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্তর্জাতিক সীমানা সুরক্ষার সমস্যা। বিএসএফের ভূমিকা, রাজ্যের সরকারের দায়িত্ব একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা 

বান্নে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে সীমান্ত নিরাপত্তার বিষয়ের উপরেই বেশি জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব-সহ বাকিরাও রয়েছেন। এদিন বৈঠকের মূল বিষয়বস্তু ছিল সীমান্ত নিরাপত্তা। এদিন অমিত শাহ বৈঠকের সুর বেঁধে দেন, 

"সীমান্ত নিরাপত্তার দায়িত্ব যতটা বিএসএফের, ঠিক ততটা রাজ্যেরও রয়েছে" 
অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী

যদিও এসব কথা বৈঠকের বাইরে আসতে বহু সময় লেগে গেল। রাজ্যের সরকার কি বলল? কেন্দ্রীয় নির্দেশ মেনে নিল কিনা? বিএসএফ সম্পর্কে নরম হল কিনা সরকার? যে ৭২টি চৌকির জায়গা বি এস এফ চাইছে তা দিতে রাজি হল কিনা এ সম্পর্কে একটি কথাও নেই।

যদিও একান্ত বৈঠকের আসল তথ্য জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। কারণ তিনি এবং বিজেপির রাজ্য সভাপতি বিমান বন্দরে গেছিলেন অমিত শাহকে ছাড়তে। একান্তে সেখানেও কথা হয় দুজনের।

সঙ্গে যুক্ত করলেন একটি বিশেষ মন্তব্য। যা রাজ্যের সরকারের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট।
 
বিরোধী দলনেতা জানান, রাজ্যের বিরোধী দলনেতা আর রাজ্য সভাপতিকে নিয়ে মঙ্গলবার বৈঠকে বসবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে বেশ কিছু তথ্যের আদান প্রদান হওয়ার সম্ভাবনা।
বাইটঃ
তাহলে, মুখ্যমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর ১৭মিনিটের একান্ত বৈঠকে ঠিক কি আলোচনা হল? মুখ্যমন্ত্রীকে তাঁর এক্তিয়ার সম্পর্কে ওয়াকিবহাল করে গেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

Tags:

Mamata Banerjee

Madhyom

Amit Shah

Amit Shah in Bengal

bangla news

Bengali news

Amit Shah bengal

Nabanna

amit shah on mamata

amit shah news

amit shah bjp

shah

amit shah latest

amit shah kolkata

amit shah meeting

amit shah home minister

amit shah on border

mamata banerjee amit shah meeting

amit shah mamata banerjee

mamata banerjee meets amit shah

amit shah meeting with mamata banerjee

mamata banerjee on amit shah

amit shah mamata meeting

shah mamata meeting

shah mamata nabanna meeting

mamata banerjee after meeting amit shah

17 minutes meeting

one to one meet

discussion points

nabanna meet

amit shah mamat meet in nabanna


আরও খবর


ছবিতে খবর