TMC-র 'দিদির দূত' ঘিরে বিক্ষোভ চলছেই, এবার তাপস রায়!
এবার, মানুষজনের বিক্ষোভের মুখে মন্ত্রী তাপস রায়।
শিউলি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দিদির সুরক্ষা কবজ কর্মসূচি শুরু হতেই স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে তৃণমূল সরকারের পরিকল্পনা মন্ত্রী।
একাধিক অভিযোগের তালিকার শীর্ষে রয়েছে আবাস যোজনার ঘরের দুর্নীতি, রাস্তা সহ একাধিক বেনিয়মের। গ্রামের মানুষের অভিযোগ গত এগারো বছরে পঞ্চায়েত পরিষেবার কোন কিছুই পাননি তাঁরা। নারী পুরুষ নির্বিশেষে সকলেই রাস্তায় নেমে উগড়ে দেন রাগ বিরক্তি।
শিউলি গ্রামের বক্তব্য, জল নেই নিকাশী নেই, জব কার্ডের কাজ করলেও টাকা নেই, আবাস যোজনার ঘর নেই। পঞ্চায়েতকে বললেও তাঁরা কোন কথাই কানে তোলে না। মাথে দুষ্কৃতীদের আখড়া। তাঁরা আলো ভেঙে দিয়ে যায় নিয়মিত। অন্ধকারে চলে দুস্কর্ম। স্থানীয় পুলিশের কোন ভ্রূক্ষেপ নেই।
যদিও তাপস রায়ের দাবি তিনি সব শুনেছেন। যথাযথ জায়গায় তিনি তা পাঠিয়ে দেবেন। কিন্তু রাজ্যের পরিকল্পনা মন্ত্রী জানাতে পারেননি, সরকারের কোন কাজ না হওয়ার পরিকল্পনা কোন দফতরে বসে হয়েছিল? হঠাত পঞ্চায়েতের আগে কাকে বাঁচাতে দিদিরদূতেরা ঘুরছেন গ্রামে যেখানে ের আগে কোনদিন তাঁদের পা পড়েনি। যদিও মন্ত্রী নিজেও জানেন, ভবিষ্যতেও তাঁর পা পড়বে না এখানে। অর্থাৎ দায়হীন বক্তব্যের কোন দামও নেই।
Tags:
Mamata Banerjee
Madhyom
CM Mamata Banerjee
bangla news
Bengali news
agitation
Agitations
Tapas Roy
Didir Doot
didir doot news
didir doot latest news
didir doot latest update
didir doot controversy
didir doot update
didir doot news update
didir doot controversy news
didir doot controversy news update
didir doot agitation
mamata envoy
mamta banerjee's doot
mamata banerjee's envoy
didi r doot
didir doot controversy latest
tmc minister
tapas roy latest
tapas roy update
tapas roy latest update
tapas roy news
didir doot tapas roy