মমতার ভাইপোর বিয়েতে কি "রাজবৈদ্য" সরকারি চিকিৎসকরা?
মুখ্যমন্ত্রীর পারিবারিক বিয়েকে কেন্দ্র করে সরকারি ডিউটি দিয়ে বিভিন্ন হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়ে ৩৯ জন ডাক্তার দ্বিগুণ সংখ্যক নার্স এবং সম সংখ্যক স্বাস্থ্যকর্মীদের। েই চিকিৎসক দলে থাকছে, পেডিয়াট্রিক থেকে শুরু করে ইএনটি পর্যন্ত সব ধরণের চিকিৎসক। বলা তো যায় না কখন কার কিসের জন্য কোন ডাক্তারের দরকার পড়ে। রীতিমত সরকারি নির্দেশনামায় বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিউটি করতে নিয়ে যাওয়া হচ্ছে এই সব চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীদের। তিনটে গ্রুপ তৈরি করা হয়েছে। রীতিমত ১২ ঘণ্টার ডিউটি শিডিউলে বানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতর থেকে। পাশে লেখা থাকছে চিকিতসক নার্সের মোবাইল নম্বর, এমনকি, স্বাস্থ্য কর্মীর মোবাইল নম্বরও দিয়ে দেওয়া হয়েছে। যাতে যেকোন মুহূর্তে ডেকে নেওয়া যায় সরকারি চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীর বাহিনীকে। সঙ্গে থাকছে দুটি মোবাইল ইউনিট! অর্থাৎ কার্যত মিনি হাসপাতাল।
Tags:
wedding
Mamata Banerjee
CM Mamata
Madhyom
wedding ceremony
CM Mamata Banerjee
bangla news
Bengali news
Doctors
mamata banerjee latest news
mamata banerjee news
doctor
mamata banerjee latest
nephew
mamata banerjee cm
government doctors
govt doctors
treated
wedding of nephew
wedding of cm mamata's nephew
cm mamata's nephew's weddeing
nephew banerjee
nephew's wedding
royal doctors
royal
royal doctor
royal family doctors