অনুব্রতর ডায়লগ এবার মমতার মুখে?
ভোট আসলেই এতদিন বাংলা শুনত অনুব্রতর চড়াম চড়াম আওয়াজ। কিন্তু এবার অন্য ছবি। দুর্নীতির দায়ে গরাদের আড়ালে বীরভূমের জেলা সভাপতি। পঞ্চায়েত নির্বাচন এসে গেলেও তাঁর থেকে কোনও গরম গরম বিবৃতি মিলছে না। সেকারণেই কি আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী ? ভোট কীভাবে করতে হবে, তার নিদান দিলেন দলীয় কর্মীদের? হাতা, খুন্তি নিয়ে আসরে নামতে বললেন মহিলাদের?