গ্রেফতারি এড়াতে পারবেন অখিল গিরি?
দেশের রাষ্ট্রপতিকে কুরুচিপূর্ণ আক্রমণ তৃণমূলের। দেশের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে রাজ্যের মন্ত্রীর কটাক্ষের প্রতিবাদে রাজভবন অভিযান বিজেপি পরিষদীয় দলের। হাতে জাতীয় পতাকা। বুকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গান গাইতে গাইতে পদযাত্রা করে তাঁরা পৌঁছন রাজভবনে।
৩ দিন আগেই এক জনসভায় রাজ্যের মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। সারা দেশজুড়েই তাঁর বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে যায়। মন্ত্রীকে গ্রেফতারের দাবিতে বহু থানায় এফআইআর দায়ের হয়। অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবিতে সোচ্চার হয় বিজেপি। কিন্তু এমন নিন্দনীয় মন্তব্যের পরও ব্যবস্থা নেওয়া দূরে থাক, অখিল গিরিকে নিয়ে ৭২ ঘণ্টা একটি শব্দও খরচ করেননি মুখ্যমন্ত্রী। দেশজোড়া ঝড় ওঠায় সোমবার নবান্নে অখিল গিরির হয়ে ক্ষমা চান তিনি। তবে সাংবাদিক এই প্রশ্ন তোলায় বেজায় বিরক্ত হন তিনি। অজুহাত খাড়া করতে চান।
বিজেপি নেতাদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আদিবাসী বিরোধী। তাই তাঁর এই অবস্থান। চলুন শোনা যাক, সেদিন রাষ্ট্রপতিকে নিয়ে কী বলেছিলেন অখিল গিরি।মন্ত্রীর এহেন মন্তব্যের প্রতিবাদ করেই আজ রাজভবনে যান বিজেপি বিধায়করা। অখিল গিরির অপসারণের দাবি করেন তাঁরা। এনিয়ে বিধানসভার অধিবেশনেও সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি পরিষদীয় দল।
Tags:
Mamata Banerjee
Suvendu Adhikari
Sukanta Majumdar
Draupadi Murmu
Akhil Giri
tmc leader akhil giri
akhil giri tmc
akhil giri news
akhil giri comment on president draupadi murmu
akhil giri speech
akhil giri on president
akhil giri comment on president
tmc akhil giri
akhil giri comment on president droupadi murmu
akhil giri controversy
akhil giri's derogatory statment
Bengal bjp demand arrest of akhil giri
bjp Rajbhaban