শিক্ষার পর রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাও শেষ করবেন মুখ্যমন্ত্রী?
সিভিক পুলিশের পর এবার সিভিক ডাক্তার (Civic Doctor)? ডিপ্লোমা ধারী ইঞ্জিনিয়ারদের মতো এবার ডিপ্লোমা চিকিৎসক (Diploma Doctor) ? রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে (SSC Scam) চুরমার করে দেওয়ার পর এবার স্বাস্থ্যক্ষেত্রকেও কি সেই পথে ঠেলে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)? তাঁর এই নীতিকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP Leader Sukanta Majumdar)। তিনি বলেন, এত কিছু যখন সিভিক হচ্ছে, এবার চার পাঁচটা সিভিক মুখ্যমন্ত্রী দেওয়া হোক। বিতর্কের সূত্রপাত মুখ্যমন্ত্রীর ডিপ্লোমা চিকিৎসক তৈরির প্রস্তাব নিয়ে। রাজ্যে ডাক্তার, নার্সের যোগান বাড়াতে শঠে শাঠ্যাং পথ বেছে নেওয়ার ভাবনা মমতার। তাই তিনি চান ১৫ দিনে নার্স তৈরি করে ফেলতে। ৫-৬ বছরের জায়গায় অর্ধেক সময়ে ডাক্তার তৈরি করতে।
যে সভায় তিনি একথা বলছেন, সেখানেই তিনি আবার তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। বলছেন, নার্সদের ভালো করে ট্রেনিং দিতে। নাহলে রক্তারক্তি কাণ্ড ঘটে। নিজে নার্সিংহোমে গিয়ে বুঝেছেন সেই যন্ত্রণার কথা। কিন্তু সাধারণ মানুষের যন্ত্রণার কথা কি তিনি একবারও ভাবছেন না? রাজ্যের চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা, তা ভুক্তোভোগী মাত্রই জানেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তাঁর জন্য নির্দিষ্ট নীতি ঠিক করার দরকার। কিন্তু মুখ্যমন্ত্রী যে ফর্মুলা দিচ্ছেন, তাতে চিকিৎসক মহলই বিভ্রান্ত। এই মুহূর্তে রাজ্যে ৩২টি মেডিক্যাল কলেজ রয়েছে। তার মধ্যে সরকারি ২৫টি। প্রতি বছর সেখান থেকে প্রায় ৫ হাজার ছাত্র ডাক্তারি পাশ করে বেরোন। বিশিষ্ট ডাক্তারদের মতে, এই ডাক্তারদের রাজ্য জুড়ে ঠিকভাবে নিয়োগ করা হলে কোনও সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু গলদ থাকছে গোড়াতেই। এই চিকিৎসকদের নিয়োগের টাকাই নেই সরকারের। তাই খেলা-মেলায় টাকা বিলিয়ে রাজ্যবাসীকে করুণ পরিণতির দিকে ঠেলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। কম টাকায় ডিপ্লোমা ডাক্তার নিয়োগের পথ খুঁজছেন তিনি। বিরোধীদের অভিযোগ, দুর্নীতির দায়ে রাজ্যে শিক্ষা জলাঞ্জলি গেছে। এবার মুখ্যমন্ত্রীর খামখেয়ালিতে মানুষের বেঁচে থাকাই দায় হয়ে উঠছে।
Tags:
Mamata Banerjee
CM Mamata Banerjee
ssc scam
mamata banerjee latest news
mamata banerjee speech
mamata banerjee news
education scam
mamata banerjee live
west bengal cm mamata banerjee
mamata banerjee today
mamata banerjee nabanna
mamata banerjee tmc
diploma doctor
mamata banerjee on diploma doctor
civic doctor
mamata banerjee on doctor
mamata banerjee on nurse
mamata banerjee on civic doctor
teacher scam