রেল দুর্ঘটনায় মৃতদের পরিজনদের সাহায্য করতে ২০০০ টাকার নোটের বান্ডিল!
ট্রেন দুর্ঘটনায় (Odisha Train Accident) মৃতদের পরিবারকে (deceased family) সাহায্যের নামে কালো টাকা (black money) সাদা করছে তৃণমূল (TMC)? রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) প্রশ্ন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। একটা ছবিতে দেখা যাচ্ছে, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতদের পরিবারের কাছে গেছেন মন্ত্রী শশী পাঁজা। তাঁর সঙ্গে আছেন সাংসদ প্রতিমা মণ্ডল থেকে বিধায়ক শ্যামল মণ্ডল, শওকত মোল্লারা। তাঁরা পরিবারের হাতে ২ লক্ষ টাকার বাণ্ডিল তুলে দিচ্ছেন। এই বাণ্ডিলে সব ২ হাজার টাকার নোট। নিহতদের পরিবারকে সাহায্যের এই ধরণ দেখেই প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি।