২ বছর বয়স থেকে রাজনীতি করছেন অভিষেক?
অভিষেককে (Abhishek Banerjee) নিয়ে এ কোন রাজনীতি মমতার (Mamata Banerjee)? সবাই জানে, মমতা জমানাতেই রাজনীতিতে হাতেখড়ি অভিষেকের। কিন্তু এই সত্য কি মেনে নিতে অস্বস্তি হচ্ছে মুখ্যমন্ত্রীর? তাই কি নবজোয়ার যাত্রার (Nabo Jowar) শেষদিনে তাঁকে এভাবে অভিষেকের ছোটবেলাকার ছবি সামনে আনতে হচ্ছে? বোঝাতে হচ্ছে, রাজনীতিতে তাঁর হাতেখড়ি ২ বছর বয়সেই ?