শপথের পর আলাপচারিতা
মন্ত্রী বদলে দুর্নীতি ঢাকা যাবে না। বলছেন বিরোধীরা। বুধবার প্রত্যাশা মতই মন্ত্রিসভার বদল। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণা মত পাঁচের বদলে শপথ নিলেন, নয় মন্ত্রী। নতুন মুখ আট। আটে পূর্ণ মন্ত্রী ৫, আর প্রতিমন্ত্রী তিন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এক।
মমতার মন্ত্রিসভায় এখন পূর্ণমন্ত্রী ২৪ জন। ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত।
অ্যাম্বিয়েন্স...
দফতর বন্টনেও কোন চমক নেই প্রত্যাশা মতই দলবদলের পুরস্কার পেয়েছেন তিনজন। তিন দলত্যাগী বাবুল সুপ্রিয়, কোচবিহারের উদয়ন গুহ,ও মালদার তাজমূল হোসেনের হাতে ছ-ছ'টি দফতর। বিজেপি ভেঙে তৃণমূলে আসা বাবুলের হাতে তথ্য প্রযুক্তি ইলেক্ট্রনিক্স ও পর্যটন। উদয়নের হাতে উত্তরবঙ্গ উন্নয়ন। যে উত্তরবঙ্গ গত নির্বাচনে প্রায় খালি হাতে ফিরিয়েছে তৃণমূলকে। উদয়নের মতই ফরোয়ার্ড ব্লক ভেঙে আসা তাজমূলের হাতে ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প, ও বস্ত্র প্রতিমন্ত্রীর দায়িত্ব।
পূর্ণমন্ত্রী
প্রদীপ মজুমদার, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী
পার্থ ভৌমিক , সেচ ও জলপথ
উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন
বাবুল সুপ্রিয়, তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স ও পর্যটন দফতর
স্নেহাশিস চক্রবর্তী, পরিবহণ
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
বীরবাহা হাঁসদা, সেলফ হেল্প গ্রুপ, বন
বিপ্লব রায়চৌধুরী, মৎস্য
প্রতিমন্ত্রী
তাজমূল হোসেন, ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প, বস্ত্র
সত্যজিৎ বর্মণ, স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী
অ্যাম্বিয়েন্স
আম্বিয়েন্স...
আনুগত্যের পুরস্কার বাকিদের। পরিবহণে স্নেহাশিস চক্রবর্তী আর সেচ জলপথ উন্নয়নে পার্থ ভৌমিক, স্বাধীন দায়িত্ব পাওয়া বীরবাহা হাঁসদা পুরস্কৃত আনুগত্যের কারণে। সে আনুগত্য মমতার পক্ষে যতটা ততটাই অভিষেকের জন্যও। শপথ ও দফতর বণ্টনের পর অন রেকর্ড সেকথা জানিয়েও ছেন তাঁরা। ফলে, এবার আনুগত্যও ভাগ হয়েছে পিসি ভাইপোর মধ্যে। শপথ নিয়েই অন্তত চার মন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন স্যার অভিষেককে।
নতুনত্ব নেই দফতর বন্টনেও। তবে দফতর বন্টন কিছু ইঙ্গিত দিচ্ছে। প্রত্যাশা মতই বাদ গেছেন নিয়োগ দুর্নীতির আরেক কারিগর পরেশ অধিকারি। স্বাস্থ্যের কারণে বাদ পড়েছেন রত্না দে নাগ। প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবির সম্পর্কেও মোহ কাটছে মমতার। বাদ গেছেন তিনিও।
দায়িত্ব বেড়েছে শশী পাঁজা অরূপ বিশ্বাস আর শোভনদেবের। শশীর হাতে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের শিল্প বাণিজ্য দফতর। অরূপের হাতে আবাসন। শোভনদেবের হাতে পার্থ চত্তোপাধ্যায়ের পরিষদীয় মন্ত্রীর দফতর।
উল্লেখ যোগ্য ভাবে দায়িত্ব কমানো হল, ফিরহাদ হাকিম, মলয় ঘটকের। অভিষেকের স্ক্যানারে ফিরহাদ, কয়লা কাণ্ডে মলয় ঘটকের ওপর চটেছেন মমতা। আইনমন্ত্রী হিসেবেও আদালতে বাড়তি অ্যাডভান্টেজ দিতে পারছেন না মলয়। দুর্নীতি মামলায় বারবার কোর্টের থাপ্পড় খেতে হয়েছে রাজ্য সরকারকে। তারই ফল এই দুজনই আর দলের গুড বুকে নেই।
তৃণমূলের দলীয় অঙ্ক যাই হোক না কেন, রাজ্যের সাধারণ মানুষ অবশ্য বলছেন,মুখ বদলে নিয়োগ দুর্নীতি ঢাকা যাবে না। রাজনৈতিক মহলের ধারণা ইডি সিবিআইয়ের কাজ কিছুটা লাঘব করে দিল মমতা নিজেই। আগামী শুক্রবারই দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে দরবার করতে যাচ্ছেন মমতা। সঙ্গে যাচ্ছেন অভিষেক।
Tags:
bjp
West Bengal news
tmc
Suvendu Adhikari
Mamata
Dilip Ghosh
West Bengal
Bengali news
bengali news live
Avishek Banerjee
Bengal Cabinet Reshuffle
Mamata cabinet reshuffle
Wb Cabinet Reshuffle
west bengal cabinet reshuffle
west bengal cabinet meeting
west bengal cabinet
bengal cabinet news
cabinet reshuffle
cabinet reshuffle in west bengal
west bengal cxabinet reshuffle
cabinet reshuffle wb
west bengal 2022 cabinet reshuffle
west bengal cabinet expansion
mamata banerjee cabinet
Samik Bhattacharya