দুর্নীতি থেকে চোখ সরাতেই কি ধরনা মুখ্যমন্ত্রী মমতার?
বাইটঃ
আহা হা! আবার আম্বেদকরকে বিরক্ত করা কেন? থাক না কিছু আলটপকা খরচা। তাও আবার একদিন একঘণ্টার জন্য নয়। টানা দু'দিনের অবস্থান। সেই দিল্লিতে। ভীমরাও আম্বেদকরের দরবারে। তার ওপর মুখ্যমন্ত্রী বলে কথা! ব্যবস্থা কি সামান্য চাঁদোয়া টাদোয়া টাঙিয়ে হয় নাকি? সুরক্ষাবাহিনী। দলের কর্মী নেতা ভাইপোর দারুণ জগঝম্প। তাঁর অবস্থানের জন্য বাড়তি আরও কয়েক লক্ষ টাকা খরচ। সরকারের।
সত্যি সত্যি অবস্থান করতে চাইলে, কলকাতা কিসে কম হল? মহাত্মা গান্ধী, মাতঙ্গিনী হাজরা কিম্বা ধর্মতলায় শহীদ মিনারের নীচে। ওখানে তো শতরঞ্জি পাতাই আছে।
(চাকরি প্রার্থীদের অবস্থানের ছবি)
ওহ ঐ জায়গাগুলো তো আবার বেয়াড়া চাকরি প্রার্থীরা দখল করে রেখেছেন। সাড়ে সাতশ দিন ধরে।
আর গত ৫৫দিন শহিদ মিনার ময়দানের দখল নিয়েছেন আবার বর্তমান সরকারি কর্মচারিরা। ডিএ-র দাবিতে। সেইখানে গেলে তো আবার বিপদ।
নেহাত অন্য কিছু চাইলে 'ছাব্বিশ দিনের' চকলেট-চিকেন-প্যাটিস' অনশনও পুনরাভিনয় করে দেখানো যেতে পারে। আর সেই অবসরে দু একটা নতুন ছবি আঁকা। কে কিনবে? কেন, সুদীপ্ত না থাক, অয়ন আছে তো! সেন না হলে শীল!
কিম্বা নতুন একটা কবিতা কেতাব। প্রকাশক'দে'র ভয়ের ভরসায়। সে সব না করে উনি চললেন দিল্লিতে।
আসলে তাঁর দল তৃণমূল এবং তাঁর সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতির কটূগন্ধ প্রতিদিন নতুন নতুন জায়গা থেকে বেরচ্ছে। প্রতিদিন নতুন নতুন নাম। নব নব কেচ্ছা। সেই সব জায়গা থেকে চোখ ফেরাতেই কি মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা?
যদিও আজ ভুবনেশ্বরে নেমেই বিভ্রান্তি কাটিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, দিল্লি নয় কলকাতাতেই বসবেন ১০০ দিনের টাকার দাবিতে ধর্ণায়।
মুখে ১০০দিনের কাজের টাকা ফাঁকা নিয়ে যা বলছেন সে সব নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করলেই হয়। বাকি যা যা সবটাই সাজানো কথায় ভেজানো চিঁড়ে। কিন্তু এত কাণ্ড করে চিঁড়ে কি ভিজবে?
Tags:
Mamata Banerjee
CM Mamata
Madhyom
CM Mamata Banerjee
bangla news
Bengali news
Corruption
mamata banerjee news
West Bengal corruption
mamata banerjee today
dharna
mamata banerjee dharna
mamata banerjee on dharna
mamata banerjee's dharna
mamata banerjee dharna in kolkata
mamata banerjee dharna live
mamata banerjee sits on dharna
mamata dharna
mamata on dharna
mamata tmc dharna
mamata banerjee in odisha
mamata banarjee odisha visit
mamata banerjee odisha visit update
mamata slams central
dharna to turn away
turn away eyes
recruitment corruption
turn away corruption