কলকাতায় কারগিলের যুদ্ধবিমান
কারগিল যুদ্ধে মাত করা যুদ্ধবিমান এবার শহরে। নিউটাউনে গেলেই দেখতে পাবেন যুদ্ধবিমানের অঙ্গসজ্জা। তার ভিতরের নানান কারিকুরি। নিউটাউনে উদ্বোধন হল এয়ারক্রাফট মিউজিয়ামের। দেশের হয়ে এই যুদ্ধবিমানটি তিরিশ বছরের বেশি কাজ করেছে। উড়েছে প্রায় ৩০ হাজার ঘণ্টার উপর। বিশ্বের অন্যতম এই শক্তিশালী বিমানটিই এখন শোভা পাচ্ছে নিউটাউনে। বুধবার এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবসরের পরও যে নতুন করে জেগে ওঠা যায়, তারই সাক্ষ্য বহন করছে এয়ারক্রাফটি। ২ একরের বেশি জায়গা জুড়ে তৈরি হয়েছে মিউজিয়াম। টিকিট কেটে সাধারণ মানুষ এই মিউজিয়াম দেখতে পাবেন। তবে ছাত্রছাত্রীরা বিনা টিকিটেই দেখতে পাবে।