প্রকাশ্যেই বাবুলের গান নিয়ে মমতার কটাক্ষ
প্রকাশ্যেই জানিয়ে দিলেন। মন দিয়ে গানটা গায়নি রাজ্য মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয়।
রাগ যে হয়েছে বুঝিয়ে দিয়েছেন প্রকাশ্যেই।
প্রথমে অবশ্য পাত্তাই দিচ্ছিলেন না রাজ্য মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয়কে। ঘটনাস্থল চেতলা অগ্রণীর প্রতিমা উদবোধনের অনুষ্ঠান মঞ্চ। বাবুল মঞ্চে উঠছেন পুজোর গান উদ্বোধন করাবেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়ে। সময় মাত্র মিনিট দুয়েকের।
তাঁর আগে অবশ্য ঐ মঞ্চ থেকেই রাজ্যের ২৬৫টা পুজোর ভার্চ্যুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সব মণ্ডপে বাজবে ঐ গান। যে গান লিখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সুরও দিয়েছেন তিনিই। আর তাই বাবুল সুপ্রিয়কে মঞ্চে উঠতে দেখেই মুখ ফিরিয়ে নিলেন মমতা। একেবারে অ্যাবাউট টার্ন! মঞ্চের দিকে পিছন ফিরে কথা শুরু করলেন। ভাবটা এমন, কে বাবুল!
সেই কারণেই হাত বাড়িয়ে দাঁড়িয়ে রইলেন বাবুল সুপ্রিয়। মমতা ফিরলেন না। কথা তো দূরের বিষয়। পরে যদিও নমো নমো করে উদ্বোধন হল।
তড়িঘড়ি হাতের মাইকও কেড়ে নিলেন ফিরহাদ।
আর অনুষ্ঠান শেষ হতেই রাগে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী। মঞ্চেই ঝাড়লেন বাবুল সুপ্রিয়কে। জানিয়ে দিলেন গানটা সে মন দিয়ে গায়নি। উপস্থিত সকলে শুনলেন। বেসুরো একজন মানুষ গান বোঝাচ্ছেন বলিউড কাঁপানো গায়ক বাবুল সুপ্রিয়কে।
অনুষ্ঠানের শুরুতেই অবশ্য মমতা জানিয়েছিলেন রাগের কারণ।
তারপর মঞ্চে বাবুল আসতেই রাগ উগড়ে দিলেন।
বুঝিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী মুম্বাই কাঁপানো গায়ক হলেও আসলে ল্যাম্পপোস্ট। তিনিই সব। তিনিই পোস্ট। তাই যা খুশি হতে পারেন। গীতিকার-সুরকার-পেইন্টার থেকে ঐ যে বললাম যা খুশি। সেখানে বাবুল তো তুচ্ছু!!