পুজোয় ৪৩হাজার ক্লাবের অনুদান বেড়ে হল ৬০হাজার, ৬০% ছাড় বিদ্যুতেও
মুখ্যমন্ত্রী বলেছেন, ঐ দিকে তাকাবেন না। সুতরাং তাকাবেন না ঐ দিকে। কোন দিকে...? প্রশ্নটা করতেই পারেন। তাঁর উত্তরও দিয়েছেন মুখ্যমন্ত্রী
অতএব তাকাবেন না ঐ দিকে, যেখানে আপনার ১০০ দিনের টাকা চুরি করে প্রতিদিন পকেট ভরাচ্ছেন শাসক দলের নেতারা। তাকাবেন না, এটা জানতে কিভাবে কেন্দ্রীয় প্রকল্পের টাকা উধাও হয়ে যাচ্ছে প্রত্যেক অর্থবর্ষে। ভেঙে পড়ছে ব্রিজ। রাস্তা বাঁধ। কারণ, আটকে আছে সংস্কার। দীর্ঘদিন সংস্কারের অবহেলায় পড়ে আছে, রাস্তা ব্রিজ-নিকাশী-বাঁধ। প্রতি বর্ষায় নিয়ম করে বাঁধ ভাঙছে, তাকাবেন না। বানভাসি হচ্ছেন, তাকাবেন না। দিল্লি থেকে বাঁধ মেরামতির টাকা আসবে আর ঠিকাদার-শাসক দলের নেতা-আর সরকারি অফিসারদের হাতযশে তা উবে যাবে।
তাকাবেন না ভুলেও, কি ভাবে সরকারি কর্মচারিদের ৩৪ শতাংশ ডিএ বাকি পড়ে। তাকাবেন না, ৫০০দিনের বেশি রাস্তায় বসে পরীক্ষা সফল শিক্ষক নিয়োগ প্রার্থীরা। ন্যায্য একটা চাকরির দাবি জানাচ্ছেন। সরকার চোখ বুজে বেকার যুবক যুবতীর সমস্যায়। আপনিও চোখ বুজেই থাকুন। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন।
তাকাবেন না অ-পা যোগসাজশে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর একাধিক বান্ধবীদের দিকে। তাকাবেন না তাঁর হঠাত করে বেড়ে ওঠা সম্পত্তির দিকে। শুধুমাত্র যার দুটি মাত্র ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৫০ কোটির ক্যাশ। গয়না সোনার বাট বিদেশি মুদ্রা,আর যা যা মিলেছে সেদিকেও চোখ বন্ধ করে রাখুন। বাকি ফ্ল্যাট বাড়ি শিক্ষাপ্রতিষ্ঠান বাগান বাড়ি রেস্ট হাউস আঠারো উনিশটা জমি বা সম্পত্তির দলিলের দিকেও ভুলেও তাকাবেন না। এই সব চাকরি বেচার টাকা বলেই অভিযোগ ইডি সিবিআইয়ের। বরং তাকান দুর্গার দিকে। দেখুন তিনি কেমন মিটি মিটি হাসছেন।
একদম তাকাবেন না আরেক মন্ত্রী পরেশ অধিকারীর দিকে যিনি বিনা টেটেই চাকরি করিয়ে দিয়েছিলেন নিজের কন্যাকে। এমন কেউই বাকি নেই পরেশের পরিবারে যিনি সরকারি চাকরি করেন না। অথবা বিশ্বজিত দাস কিম্বা অনুব্রত মণ্ডলদের দিকে যাদের বাড়ির বেড়ালটা পর্যন্ত সরকারি শিক্ষকতার চাকরির যোগ্য। কিন্তু আপনার সন্তান নন। আপনি কিন্তু তাকাবেন না বেকার সন্তানদের দিকে।
অবশ্যই তাকাবেন না, দশ বছর আগেও বাজারে বসে মাছ বিক্রি করা বীরভূমের অনুব্রতের দিকে। এখন যার নামে বেনামে একাধিক চালকল, সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ হাসপাতাল। যার শুধুমাত্র এক দেহরক্ষীর নামেই ১০০কোটির বেশিই সম্পত্তি। তাহলে তাঁর নিজের কত তাঁর সম্পত্তি। নেত্রী বলেছিলেন একদা, তাঁর নাকি মস্তিস্কে অক্সিজেন কম যায়। কিন্তু আপনি তাকাবেন না অনুব্রতের সাঙ্গপাঙ্গদের দিকে।
যেমন আপনার তাকানো নিষেধ ছিল নির্বাচনে ভোট লুট দেখা। তাকানো নিষেধ ছিল ঘরছাড়া বিরোধীদের দিকে। তাকানো নিষেধ ছিল কাগজ টেলিভিশনে খবর দেখায়। তাকানো নিষেধ ছিল বিরোধী লাশগুলো দেখায়। আপনি শুধু তাকাবেন সেই ৪৩হাজার ক্লাবের দিকে। যাদের অনুদান বছরের পর বছর বেড়েই চলেছে। এবারের পরিমাণ ক্লাব পিছু ৬০ হাজার করে ২৫৮ কোটি টাকা। আপনি শুধু এই দিকেই তাকিয়ে থাকবেন। আর জানবেন। নির্বাচনের দিন এই সব ক্লাবের ছোট্ট দুষ্টু ছেলেরাই আপনার ভোট লুঠ করবে। চাকরি চাইতে গিয়ে আন্দোলন করা আপনার সন্তানকেই চটি পরা পুলিশ সেজে পেটাবে,
তখনও কি তাকাবেন না? মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে?
Tags:
Partha Chatterjee
Mamata Banerjee
anubrata mondal
Mamata
Teacher Recruitment scam
mamata banerjee news
Durga Puja
Durga puja 2022
mamata banerjee on durga puja
mamata donation durga puja
durga puja club donation
durga puja clubs
mamata banerjee durga puja donation
mamata bannerjee durga puja pandal
mamata extend durga puja donation amount
mamata banerjee on durga puja pandals
how to get rs 60000 for durga puja
final step to get rs 60000 for durga puja
mamata banerjee latest
State Govt employee DA Due
Due DA of WB Govt
Teacher Protest