মা সারদাকে নিয়ে তৃণমূল বিধায়কের মিথ্যে মন্তব্যে ক্ষুব্ধ রামকৃষ্ণ মিশন
"মা সারদা সম্পর্কে বিকৃত মন্তব্য। কোথা থেকে তৃণমূল নেতা এমন ভিত্তিহীন তথ্য পেলেন? প্রশ্ন তুললেন ক্ষুব্ধ রামকৃষ্ণ মিশন। তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল মাঝি কোন এক সভায়, মমতা স্তাবকতা করতে গিয়ে আতিশয্যে ভেসে সম্প্রতি মন্তব্য করেন "মা সারদাই নাকি জন্মান্তরবাদে মমতা! এমন উক্তিও নাকি মা সারদা করেছিলেন জীবদ্দশায়।"
এ হেন মন্তব্যে অত্যন্ত ক্ষুব্ধ মিশন। রামকৃষ্ণ ভক্তরা মা সারদাকে রীতিমত আরাধ্য বলে মনে করেন। স্বামী সুবীরানন্দ মহারাজ বলেন এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত সবাইকেই খুব আহত করেছে" ফের একবার চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। ততোধিক বিব্রত হওয়া উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীর। এখনও তাঁর কোন বিবৃতি আসেনি। স্বামী সুবীরানন্দ মহারাজের কড়া নিন্দাবার্তা শোনার পর হয়তো মুখ খুলতে পারেন মিথ্যা বা অসত্যের থেকেও অর্ধসত্য বহুগুণে শুধু ক্ষতিকর নয় বিপজ্জনকও বটে। আর স্তাবকতার কোন স্তরে উঠলে, এমন অপমন্তব্য একজন বিধায়ক করতে পারেন তা নির্মল বাক্যেই বোঝা যাচ্ছে।