img

Follow us on

Wednesday, Nov 27, 2024

mamata vs suvendu: বিধানসভায় শুভেন্দুকে এ কেমন আক্রমণ মমতার?

বিধানসভায় শুভেন্দুকে এ কেমন আক্রমণ মমতার?

  2022-06-20 22:00:42

Mamata targets Suvendu in Assembly

বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা তুলতেই বিজেপিকে আক্রমণ শাসকের। বলা ভালো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভার উল্লেখ পর্বে শুভেন্দু অধিকারী বলেন, আজ ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস। যাঁরা পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন, তাঁদের স্মরণ করতে চাই। স্পিকারের মাধ্যমে সরকারের কাছে আমার আবেদন সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হোক।
তখন স্পিকার জানান, আমি অফিসিয়াল রেকর্ড দেখেছি। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ দিবস ২০ জুনের ইস্যুটা রেকর্ডে নেই। 
দু তরফের এই কথার মধ্যেই প্রসঙ্গ অন্য দিকে ঘুরিয়ে দেয় শাসক পক্ষ। রাজ্য জুড়ে অশান্তির জন্য দায়ী করা হয় বিজেপিকে। এমনকি অগ্নিপথ প্রকল্প নিয়েও সমালোচনায় নামেন মুখ্যমন্ত্রী। নিশানা করেন শুভেন্দুকে। তাঁকে দাদামণি বলে কটাক্ষ করে বলেন,যারা চাকরি হারিয়েছে, তারা যদি বিজেপি বিধায়কদের বাড়ির সামনে ধর্নায় বসে, কেমন হবে? খোদ মুখ্যমন্ত্রীর মুখে এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ করে বিজেপি। সদলবলে তারা ওয়াকআউট করে। 
বিধানসভার বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন শুভেন্দু অধিকারী। 
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা
শাসক বিরোধী চাপান উতোরের মধ্যে প্রশ্ন একটাই। রাজ্যে শিক্ষাক্ষেত্রে যখন নৈরাজ্য চলছে, তার মোকাবিলা করেত না পেরেই কি বিজেপিকে সহজ নিশানা বানিয়েছে শাসক দল? মুখ্যমন্ত্রী যেভাবে উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন, তার ফল বিষম হলে কি সেই দায় তিনি মাথা পেতে নেবেন? প্রশ্ন উঠছে একের পর এক, কিন্তু সদুত্তর দেওয়ার কেউ নেই। এটাই এখন বঙ্গের হাল হকিকত। 
 

Tags:

Suvendu

west Bengal assembly

Mamata targets Suvendu in Assembly mamata

mamata attacks suvendu

suvendu critisize mamata


আরও খবর


ছবিতে খবর