Mamata-Banerjee
স্বাস্থ্যকার্ড নিয়ে প্রতি বৈঠকেই হুমকি দিতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে (Mamata)। মুখ্যসচিবের নেতৃত্ব গঠিত হল নতুন কমিটি। স্বাস্থ্যসাথীর কার্ড (Swasthya Sathi) ফেরালে কড়া ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী। গত আর্থিক বছরে স্বাস্থ্য সাথী খাতে অন্য রাজ্যের হাসপাতালগুলিকে দিতে হয়েছে ৮৯ কোটি টাকা। এরপরই ভিন রাজ্যে চিকিৎসা করতে যাওয়া পশ্চিমবঙ্গবাসীকেও আবেদন মুখ্যমন্ত্রীর। এরাজ্যেই চিকিৎসা করান। রাজ্যের টাকা রাজ্যেই থাকুক। অপ্রয়োজনে অন্য রাজ্যে গিয়ে চিকিৎসা নয়। রাজ্যে টোল ট্যাক্সের (Toll tax) দেড়গুণ বৃদ্ধি নিয়ে চুপ মুখ্যমন্ত্রী। জানালেন, এবিষয়ে তিনি কিছু বলবেন না। মমতার পাল্টা তোপ ওযুধের দাম বৃদ্ধি নিয়ে। জ্বালানির মূল্যবৃদ্ধিরও সমালোচনায় মমতা।