img

Follow us on

Saturday, Nov 02, 2024

Manik Bhattacharya: শিক্ষা কেলেঙ্কারিতে কোন সত্য সামনে আনতে চান মানিক?

আদালতে কোন সত্য জানাতে চান মানিক ভট্টাচার্য?

  2023-04-05 23:17:11

শিক্ষা কেলেঙ্কারিতে (TET and SSC scam) কোন সত্য সামনে আসতে চলেছে? নিয়োগ দুর্নীতি মামলায় এবার কি অন্য মোড়? বিচারপতির মুখে নতুন সংস্থার কথা উঠে আসায় কৌতূহল দানা বাঁধছে। আজ কার্যত নজিরবিহীন ভাবে মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) আদালতে (Calcutta High Court) পেশ করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। দু ঘণ্টার মধ্যেই তাঁকে প্রেসিডেন্সি জেল থেকে আদালতে হাজির করা হয়। চলে প্রশ্নোত্তর পর্ব। আর আধ ঘণ্টার এই প্রশ্ন আর তৃণমূল বিধায়কের উত্তরে অনেক কিছু রহস্য সামনে আসছে। প্রথম রহস্য এস বসু রায় অ্যান্ড কোম্পানি। পর্ষদ আগেই জানিয়েছিল, এটি কনফিডেন্সিয়াল কোম্পানি। তা নিয়ে বিশদে কিছু জানানো যাবে না। অথচ আজ যখন বিচারপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসা করেন, এস বসু রায় কোম্পানির নাম শুনেছেন? প্রথমে চুপ করে থাকেন মানিক। ফের যখন বিচারপতি এনিয়ে জানতে চান, তখন মানিক বলেন, হ্যাঁ, ওই ধরনের নাম শুনেছি। পর্ষদের সভাপতি হিসেবে ওই কনফিডেন্সিলায় কোম্পানির নাম জানার কথা মানিক ভট্টাচার্যের। কিন্তু প্রশ্ন শুনে তাঁর চুপ থাকা ও থতমত খাওয়া নতুন প্রশ্নের জন্ম দেয়। কারণ, এর আগেই বিচারপতি জানতে চেয়েছিলেন, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার জন্য বাইরের কোন সংস্থাকে নিয়োগ করা হয়েছিল? মানিক তখন বলেছিলেন, তাঁর মনে নেই। ফলে রহস্য বাড়াচ্ছে এস বসু রায় অ্যান্ড কোম্পানি। জানা যাচ্ছে কোম্পানিটি কালীঘাটে অবস্থিত। এই কোম্পানির কথা চেপে যেতে চেয়েছিলেন মানিক। তবে শেষের দিকে বিচাপতিকে তিনি বলেন, আমি সত্যি বলতে চাই। সত্য সহজ। সত্য সুন্দর। এর পরে তিনি যা বলেছেন, তা আরও বেশি অর্থবহ। আদালতকে তিনি জানান, যখন পরীক্ষা নেওয়ার কথা ভাবা হয়েছিল, তখন কেউ ছিল না। কেউ সাহায্য করেনি। আজও আদালতে এক অবস্থা। অর্থাৎ একা মানিক। আর নিঃসঙ্গ হয়ে পড়াতেই কি তিনি সত্য সুন্দর, এই কথা আওড়াচ্ছেন? বিচারপতির সঙ্গে আলাদাভাবে তাঁর কথাও হয়। তাই প্রশ্ন উঠছে, কোন সত্য সামনে আনতে চান তৃণমূল বিধায়ক? বিরোধীদের দাবি, সত্য সামনে আসবেই। ধরা পড়বেন নিয়োগ দুর্নীতি চক্রের মাথারা। আদালতে কি আজ তারই ইঙ্গিত মিলল? আপনারা কী মনে করেন? কমেন্ট করে জানান।
 

Tags:

Madhyom

bangla news

Bengali news

Teacher Recruitment scam

ssc scam

Primary TET Scam

TET SCAM

Justice Abhijit Gangopadhyay

Manik Bhattacharya

bengal ssc scam

Recruitment scam

west bengal ssc scam

ssc scam west bengal

teacher recruitment scam in west bengal

tet scam news

tet exam scam

tet scam update

manik bhattacharya news

manik bhattacharya primary

manik bhattacharya tet scam

manik bhattacharya primary today news

manik bhattacharya at calcutta high court

manik bhattacharya hc concersation


আরও খবর


ছবিতে খবর