img

Follow us on

Sunday, Jan 19, 2025

Egra Blast: এগরা বিস্ফোরণে মৃত্যু মিছিল, কোন পথে মমতার বাংলা?

এগরা বিস্ফোরণে মৃত্যু মিছিল, কোন পথে মমতার বাংলা?

  2023-05-16 19:03:19

 


ফের বিস্ফোরণ। ফের মৃত্যু মিছিল। খাগড়াগড় কাণ্ড থেকে শুরু করে এবার এগরা। পূর্ব মেদিনীপুরের খাদিকুল গ্রাম। বিস্ফোরণে উড়ে গেল বাড়ি। মারা গেলেন বহু সাধারণ মানুষ। আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বেশ কয়েকজন। খাগড়াগড়, মুরারই, পাণ্ডবেশ্বর থেকে এবার এগরা। এখানেও বিস্ফোরণ এক তৃণমূল নেতার বাড়িতে। বিস্ফোরণের পরেই পলাতক ওই অভিযুক্ত। কিন্তু  বারবার এধরণের ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী। তাই ঘটনাস্থলে গেলেই পুলিশের বিরুদ্ধে মারমুখী হয়ে ওঠে উত্তেজিত জনতা।

এলাকাবাসীর অভিযোগ, টাকা খেয়ে এই বেআইনি কারবার চালানোয় মদত দিচ্ছিল পুলিশ। আগে একবার গ্রেফতার হলেও ফের কীভাবে সেই অভিযুক্ত বেআইনি বাজি তৈরির কারখানা চালিয়ে যায়, তা নিয়েই উঠেছে প্রশ্ন। সাধারণ মানুষের অভিযোগ, বেআইনি বাজির পাশাপাশি বোমাও তৈরি হত এখানে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহু দূর পর্যন্ত ছিটকে যায় দেহ। অনেকের দেহই উদ্ধার করা হয়েছে পাশের পুকুর থেকে।

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে বাংলা জুড়ে। বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে গোটা রাজ্য। অভিযোগ তুলছেন এগরাবাসীই।এক অসহায় পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আছে ১৩ কোটি রাজ্যবাসী। প্রশাসনের চোখের সামনেই চলছে এধরণের বেআইনি কারখানা। কিন্তু সময়ে কোনও ব্যবস্থাই নেয় না পুলিশ। পুলিশ মন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আশ্বাস দেন। কিন্তু বিস্ফোরণের কিছুদিন পরই সবকিছু চাপা পড়ে যায়। নতুন করে রাজ্যের আর এক প্রান্তে বিস্ফোরণ ঘটে। মারা যান বহু নিরীহ মানুষ। আর সেই একই কথা আওড়ে যান মুখ্যমন্ত্রী। শোনান, সরকারি কোষাগার থেকে টাকা বিলির কথা। আর গুমরে গুমরে মরে শুধু অসহায় পরিবার, পরিজন। 

Tags:

bomb blast

blast

bomb blast news

bomb blast news today

west bengal bomb blast

bomb blast in west bengal

bengal bomb blast news

egra

egra blast

egra blast news

egra bomb blast

egra bomb blast news

egra news

egra incident

egra latest news

egra news latest

khadikul bomb blast news update

egra news today

egra latest news today

egra death

raha bomb blast

nia on egra blast

egra hospital

bomb blasts

panskura bomb blast

mamata on egra blast


আরও খবর


ছবিতে খবর