WhatsApp_Image_2022-06-03_at_848.09_PM
বদলে গেলেন পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার। জেলা থেকে সোজা মিউনিসিপ্যালিটির দায়িত্বে। এবার থেকে আসানসোল পুরসভার অতিরিক্ত সচিবের দায়িত্ব সামলাবেন প্রোমোটি আইএএস রাহুল মজুমদার।
ইনিই সেই যাকে জেলার প্রশাসনিক সভায় টেনে চার চড় মারার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
পুরুলিয়ার নতুন জেলা শাসক হলেন রজত নন্দা। যিনি হাওড়ার অতিরিক্ত জেলা শাসকের দায়িত্বভার সামলাচ্ছিলেন।
একই ভাবে সরিয়ে দেওয়া হল ঝাড়গ্রামের জেলা শাসক জয়সী দাশগুপ্তকেও। জেলায় মাওবাদী কার্যকলাপ নিয়ে প্রশ্ন ওঠায়, তাঁর ওপর বেজায় চটে গেছিলেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের জেলা শাসক হয়ে এলেন খাদ্য দফতরের অতিরিক্ত সচিব সুনীল আগরওয়াল। তিনি উত্তরকন্যার অতিরিক্ত দায়িত্বে ছিলেন। জয়সী দাশগুপ্তকে পাঠানো হল পশুপালন দফতরের বিশেষ সচিব করে।
সরতে হল পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমী কমলকে। তাকে পাঠানো হল পশ্চিমবঙ্গ ল্যান্ড রেকর্ড সার্ভে দফতরের সচিব করে। রেশমী কমলের জায়গায় এলেন, দক্ষিণ দিনাজপুরে জেলা শাসকের দায়িত্ব সামলানো আয়েশা রানী।
এ ছাড়া দুই ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুর, মালদহ, ও মুর্শিদাবাদের জেলাশাসককেও বদল করা হয়েছে। এক ধাক্কায় আট জেলার জেলাশাসক বদল করলেন মুখ্যমন্ত্রী। গতমাসের প্রশাসনিক বৈঠকের পর্বে
ওই বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী জেলা সভাধিপতিকে ধমক দিয়ে বলেছিলেন দলের নেতাদের কথায় তিনি জেলায় জেলায় ডিএম এসপি বদল করবেন না।
মুর্শিদাবাদের জেলা শাসক শারদ দ্বিবেদি হলেন উত্তর ২৪ পরগণার জেলা শাসক
উত্তর ২৪ পরগণার জেলা শাসক সুমিত গুপ্তা গেলেন দক্ষিণ ২৪ পরগণা সামলাতে
মালদা থেকে মুর্শিদাবাদে জেলা শাসক হয়ে গেলেন রাজর্ষি মিত্র, আর মালদায় জেলা শাসক হয়ে এলেন নীতিন সিংঘানিয়া। যিনি আগে আসানসোল মিউনিসিপ্যালিটি সামলেছেন।
যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বদল নিয়মমাফিক।