img

Follow us on

Sunday, Jan 19, 2025

Mayalaya 2022: দেখুন মহালয়ার অন্য মাহাত্ম্য

মহালয়ায় তর্পণ

  2022-09-25 09:18:44


গঙ্গার পাড়ে হাজার হাজার মানুষ। সেখানে চেনা অচেনার ভিড়ে দাঁড়িয়ে বাবা। পাশে পাড়ার বিশুদা। চলছে মন্ত্রোচ্চারণ। বাবার ছাড়া জামা কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অয়ন। রাতেই বাবা বলেছিল, কাল মহালয়া।মহিষাসুর মর্দিনী শুনেই আমরা বেরিয়ে পড়ব। গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ সেরে আসব। বাবার কথায় সারারাত উত্তেজনা। ভোর বেলাতেই ঘুম থেকে উঠে পড়তে হয়েছিল। ভোর পাঁচটায় শুরু হল স্ত্রোত্র পাঠ। সঙ্গে গান। কোথা দিয়ে যে সময়টা কেটে গিয়েছিল বুঝতে পারেনি। হয়তো চোখটা জড়িয়ে এসেছিল। এরপরই তাদের যেতে হয়েছিল গঙ্গার ঘাটে। তর্পণ করবে বাবা। অয়ন দেখছিল, হাতে গঙ্গা মাটি লেপটে দিয়েছে বাবা। সেখানে রাখা কালো তিল। হাতে কুশের আংটি। পাড়ারই বিশুদা মন্ত্রোচ্চারণ করছে। আর বাবা তার সঙ্গেই বলে যাচ্ছে সেই মন্ত্র।

ওঁ নমঃ ইয়া বান্ধবা অবান্ধবা বা, ইয়া অন্য জন্মনি বান্ধবাঃ ।
তে তৃপ্তিং অখিলাং যান্ত, যে চ অস্মৎ তোয়-কাঙ্খিণঃ ।।

হাজার হাজার মানুষ। তাঁদের কন্ঠে ধ্বনিত হচ্ছে এক ঐশ্বরিক সুর। অয়ন যেন দেখতে পাচ্ছে,আকাশ থেকে নেমে আসছে পূর্ব পুরুষরা। তাঁরা জল পান করছেন। তৃপ্ত হচ্ছেন। আশির্বাদ করছেন উত্তর পুরুষকে। দাদাই যেন অদৃশ্য থেকে হাত নাড়ছে। আর হাজার হাজার মানুষ তর্পণ মন্ত্রে যেন বলছে, 
যাঁহারা আমাদের বন্ধু ছিলেন, এবং যাঁহারা বন্ধু নহেন, যাঁহারা জন্ম-জন্মান্তরের আমাদিগের বন্ধু ছিলেন, এবং যাঁহারা আমাদের নিকট হইতে জলের প্রতাশা করেন , তাঁহারা সম্পূর্ণরূপে তৃপ্তিলাভ করুন ।

৩০ বছর পর...

আজ সকালে কোথা থেকে যেন ভেসে আসছিল মহিষাসুরমর্দিনীর গান। এখনও যে এত জোরে কেউ রেডিও শোনে, তা এই ভোরে টের পেল অয়ন। এমনিতেই তাড়া ছিল। আজ মহালয়া। যেতে হবে গঙ্গার ঘাটে। তর্পণ। এভাবে প্রথম বার। ছোটবেলায় সে দেখত, বাবারা তর্পণ করছে। এবার সেই যাবে। গত বছর আচমকা হার্ট অ্যাটাক। বাবা চলে গেল। আজ সেই মহালয়া। বাবার হাত ধরে বিশুদার সঙ্গে গঙ্গায় যেত অয়ন। আজ বাবা নেই। বিশুদা কবেই চলে গেছে। নিঃসঙ্গ হয়ে আজ সেই  চলেছে পিতৃপুরুষ দের স্মৃতি তর্পণে। গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে অয়ন। পিতৃপুরুষদের ভিড়ে মিশে জলপান করতে চাইছেন তাঁর উত্তর পুরুষদের। 
  

 

 

 

 

 

 

Tags:

Madhyom

Rituals

Pitru Paksha 2022

Mahalaya

Tarpan

mayalaya 2022

mayalaya special

bengali mayalaya

pitri paksher abosan

devi poksher shuru

mahisaur mardini

tarpan mantra

tarpan chant

tarpan at river

tarpan at ganga

pujo asche

mahalaya mantra lyrics

mayalayar mantra

bengali rituals

mahalaya begins durga puja celebration