WhatsApp_Image_2022-06-27_at_858.12_PM
টেন্ডার হয়েছে বছর খানেক আগে। কিন্তু রাস্তা হয়নি। উত্তর দিনাজপুরের করণদীঘি ব্লকের আলতাপুর ১নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব রাঘবপুর এলাকা। মাত্র আধ কিলোমিটারের রাস্তা। ঐ ৫০০মিটারের রাস্তা তৈরি হলে প্রায় ১৫ কিলোমিটার কম ঘুরতে হয় রায়গঞ্জ যেতে। রাস্তার ধার দিয়েই কিছুদূর গেছে নাগর নদী। এই জায়গায় দুর্ঘটনা হলে। সোজা নদীতে। সামনে স্কুল বাজার হাট। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি এই রাস্তা। টেন্ডার হয়ে পড়ে আছে বছর খানেক। সতের লক্ষ টাকার কাজ। রাস্তার মাপ তিন মিটার চওড়া, ৫০০ মিটার দৈর্ঘ্যের । কথা ছিল সাত দিনের মধ্যে শুরু হবে কাজ। সেই মত ফলকও বসানো হয়। তারপর বছর ঘুরে গেছে। মুখ থুবড়ে উলটে পরে আছে ফলক। দেখা যাচ্ছে জনৈক সফিকুল আলম কাজ পেয়েছিলেন। সফিকুলের দেখা নেই। বিশবাঁও জলে মনরেগা প্রকল্পের রাস্তার কাজ। আশঙ্কা বাসিন্দাদের টাকাটাও উধাও হয়ে যায়নি তো? কাজটা হলে রাঘবপুর মৌজার ৭/৮ গ্রামের প্রায় তিরিশ হাজার মানুষের যাতায়াতের সুবিধা হয়। এই রাস্তা দিয়েই রাঘবপুর, রাঙামাটি, নয়াটোলা, কুর্কিটোলা কালিটোলা, ঝাপরটোলা হাট, বাড়লগ্রামের মানুষেরা যাতায়াত করেন। তিন দিন হাট বসে ঝাপরটোলায়। রাস্তার দাবি নিয়ে ডেপুটেশনও দিয়েছেন তাঁরা। যদিও করণদীঘির বিডিও-র দাবি কিছু কাজ নাকি হয়েছে। যদিও মাধ্যমের ক্যামেরায় সেই কাজের ছবি ধরা পড়ল না। গ্রামবাসীরাও বলতে পারলেন না কোথায় কাজ হয়েছে। প্রথম বর্ষা কেটে দ্বিতীয় বর্ষা এসে গেছে। মনরেগার ১০০ দিনের কাজে গ্রামের মানুষ কাজও পাননি। ভাঙাচোরা রাস্তারও পড়ে আছে যেমন তেমনই। বছরভর। পঞ্চায়েত নির্বাচনের আগে কি তড়িঘড়ি কাজ দেখানো হবে আশঙ্কা বাসিন্দাদের। মনরেগার রাস্তা, টেন্ডারে বছর কাবার! রাস্তা কোথায়?
MGNREGA-র টেন্ডারে বছর কাবার! রাস্তা কোথায়?
MGNREGA, Tendar, Road corruption, Bad Road, Uttar Dinajpur, Raiganj, Karandighi, Bangla News live, bangla news, bengali news, Bengali News Live, BDO Karandighi