img

Follow us on

Sunday, Jan 19, 2025

Mid Day Meal: দুয়ারে পঞ্চায়েত, মিড-ডে মিলে তাই মাংস-ফল

দুয়ারে পঞ্চায়েত ভোট, মিড-ডে মিলে তাই মাংস-ফল

  2023-01-06 18:13:08

এপ্রিল মে-তে ভোট রাজ্যে। তাই মধ্য জানুয়ারি থেকেই বদল মিড ডে মিলের মেনুতে।

এতদিন পোকা ধরা বাতিল চালের মোটা ভাত। ট্যালট্যালে ডাল। শেষ বাজারের ঝড়তিপড়তি সবজি আর নিউট্রিলার তরকারিতেই দিব্যি বাচ্চাদের মিড-ডে মিল চালানো হচ্ছিল। শাসক দলের সভা সমাবেশ থাকলে লোপাট হয়ে যেত পুষ্টির জোগানদার সবেধন নীলমনি ডিমও। 

এবার সেই মেনুতে আমুল বদল। কারণ ভোট বড় বালাই। মিড ডে মিলের নতুন মেনু সহ, রাজ্যের সব জেলা শাসক বা ডিএমদের একটি চিঠি দিয়েছে নবান্ন। একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে নবান্ন। তাতে বলা হয়েছে, এবার থেকে সমস্ত সরকারি স্কুলে পড়ুয়াদের পাতে পড়বে চিকেন। ভাত ডাল তরকারির পাশাপাশি থাকছে সপ্তাহে তিনদিন ডিম। শেষপাতে মৌসুমী ফল।

---মিড-ডে মিল
ডাল ভাত তরকারির সঙ্গে মুরগির মাংস / ডিম / মরশুমি ফল 
পিএম পোষণ ফান্ডের বরাদ্দ হিসেবে প্রায় ৩৭২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আগামী ১৬ সপ্তাহের জন্য। অর্থাৎ ৯ই জানুয়ারি থেকে ২৯ শে এপ্রিল পর্যন্ত।

রাজ্যজুড়ে প্রায় ১ কোটির বেশি পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হয়। প্রতি সপ্তাহ প্রতিটি ছাত্রছাত্রী মাথা পিছু ২০ টাকা অতিরিক্ত বরাদ্দ করা হল। স্কুলের ছাত্রদের মিডডে মিলের ৬০% টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। ৪০% রাজ্যের বরাদ্দ। বেশ কিছু দিন ধরেই মিড-ডে-মিল দুর্নীতি নিয়ে সরব ছিল বিরোধীরা।

তাদের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় মনিটরিং দল গঠন করার সিদ্ধান্তও নেয় কেন্দ্রীয় শিক্ষা দফতর । বিশেষ করে খাওয়া মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে কেন্দ্র। তবে ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগে মাত্র চার মাসের জন্য মিড ডে মিলে পাতে মুরগি দেওয়া কে হজম করতে পারছে না অনেকই। তাই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কে নির্বাচনী গিমিক ছাড়া আর কিছু নেই বলে কটাক্ষ করছেন তারা। অনেকেই বলছেনঃ
 
মিলিয়ে নিতে ভোটের ফল 
মিড ডে মিলে,মাংস, ফল !!
গ্রাফিক্সঃ

Tags:

Madhyom

election

bangla news

Bengali news

Mid Day Meal Scheme

mid day meal

Panchayat Election

mid day meal in west bengal

midday meal

wb mid day meal

no mid-day meal

mid day meal news

mid day meal scam

mid day meal update

mid day meal yojana

school mid day meal

election at door

mid day meal menu change

mid-day meal menu changed

midday meal menu

mid day meals scheme menu daily wise

mid day meals

mid day meal menu

mid day meal new menu

mid day meals new

wb government new mid day meal menu

pm poshon