গ্রেফতার পার্থ, উদ্বেগে মমতা?
টানা ২৬ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হল রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি দুর্নীতি মামলায় শুক্রবারই ইডি তল্লাশি চালায় তাঁর বাড়িতে। একইসঙ্গে তল্লাশি চলে ১৩টি জায়গায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১ কোটির বেশি টাকা । মেলে ২০টা মোবাইল ফোন। এরপরই শনিবার সকালে পার্থর বাড়ি ঘিরে ফেলে নিরাপত্তা আধিকারিকরা। গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর তাঁকে শহরের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে। সেখানে চেক আপের পর নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল কোর্টে। তাঁকে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। গ্রেফতার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কেও। পরিষদীয় মন্ত্রী গ্রেফতার বিধানসভায় কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
একজন মন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে কীভাবে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বস্তরে । তৃণমূল নেতাদের বাড়ি বাড়িতে তল্লাশি চালালে এই ছবিই ফুটে উঠবে বলে মন্তব্য করেছেন সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
তল্লাশি চলাকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার এক অভিজাত অঞ্চলের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় একাধিক ব্যাগ ভর্তি প্যাকেট বন্দি টাকা। ইডি-র পক্ষ থেকে ব্যাঙ্ক কর্মীদের কাছ থেকে তিনটে নোট গণনার মেশিন আনিয়ে গোণা হলে চোখ কপালে ওঠে অফিসারদের। ওই একটি ফ্ল্যাট থেকে মেলে একুশ কোটি টাকা। ইডির সন্দেহ ঐ সমস্ত টাকা এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। ওই কুড়িটা ফোন কিসের জন্য ব্যবহার করা হত তা এখনও অনিশ্চিত। সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু অসংগতিপূর্ণ নথি, দলিল, ল্যাপটপ ইলেক্ট্রনিক ডিভাইস, বিদেশি নোট, আর ৭৯ লক্ষ টাকার সোনা। সন্দেহজনক কিছু কোম্পানির নাম ও কাগজপত্র। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। এই কেসে অনৈতিক নিয়োগে বিপুল পরিমাণ অর্থের লেনদেন ও হাতবদল হয়েছে বলে মনে করছে সিবিআই। সেই আর্থিক দুর্নীতির তদন্ত করছে ইডি
Tags:
Kolkata
bangla news
Bengali news
madhyom bangla
bangla khobor
bangla khabar
suvendu Adhikari
dilip ghosh
Partha Chatterjee arrested
partha chatterjee news
partha chatterjee on ssc
partha chatterjee latest news
partha chatterjee latest
partha chatterjee tmc
partha chatterjee
partha chatterjee news update
partha chatterjee arrest
minister partha chatterjee arrested
partha chatterjee arrested by ed
Rs 2crore siezed
partha ed custody
partha arrested
minister partha chatterjee ed custody