বালুরঘাটে পুজো উদ্বোধনে মিঠুন
মিঠুন চক্রবর্তীকে কি ভয় পাচ্ছে শাসক? তাই কি এত কাণ্ড উত্তরবঙ্গে? পুজোর মরশুমেও ছিঁড়ে ফেলা হচ্ছে ফ্লেক্স, ফেস্টুন! মহালয়ার দিনই বালুরঘাট নিউটাউন ক্লাবের পুজো উদ্বোধন করেন মিঠুন চক্রবর্তী। বালুরঘাট মূলত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হোমগ্রাউন্ড। তাই তাঁর এলাকার পুজো উদ্বোধনে মিঠুনকে আটকাতে প্রথম থেকেই উদ্যোগী ছিল প্রশাসন। সুপারস্টারের থাকার জন্য বালুরঘাট সার্কিট হাউস বুক করতে চেয়েছিল বিজেপি। কিন্তু ঘর খালি নেই বলে তা বাতিল করে দেয় জেলা প্রশাসন। মিঠুনকে রাখা হয় মালদায়। সেখান থেকে এসে পুজো উদ্বোধন করেন তিনি। তৃণমূলের অভিযোগ, শাসক দলের যে কেউ এলে, এখানে থাকতে পারেন, কিন্তু প্রাক্তন সাংসদকে জায়গা দেওয়া হচ্ছে না। এটা নোংরা রাজনীতি। নোংরা রাজনীতির নিদর্শন আরও দেখেছে বালুরঘাট। সেখানে মিঠুনের আগমন জুড়ে রাস্তায় লাগানো হয় ফ্লেক্স, ফেস্টুন। কিন্তু পুলিশ প্রশাসন তা খুলে দেয়। বহু জায়গায় ছিঁড়ে ফেলা হয় ফ্লেক্স। যদিও এই নোংরা রাজনীতি থেকে সরে গিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন মিঠুন চক্রবর্তী। এদিনের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে বালুরঘাট নিউটাউন ক্লাব মাঠে ছিল বাঁধ ভাঙা ভিড়। মিঠুন চক্রবর্তী ও সুকান্ত মজুমদারকে ঘিরে এই উচ্ছ্বাস কি জ্বালা ধরাচ্ছে শাসক শিবিরে? ভয় পেয়েই কি তারা সার্কিট হাউসে থাকতে দিচ্ছে না মিঠুনকে? আতঙ্কের জন্যই কি ছিঁড়ে ফেলা হচ্ছে ফ্লেক্স, ফেস্টুন? প্রশ্ন খোদ বালুরঘাট বাসীর।
Tags:
bjp
tmc
Sukanta Majumdar
Mithun Chakraborty
South Dinajpur
Mithun Balurghat contro
mithun Balurghat puja inauguration
balurghat circuit house contro
mithun balurghat
mithun balurghat news
bjp hits back tmc
balurghat
mithun ex mp
balurghat circuit house
balurghat durgapuja
balurghat newtown club
balurghat bjp
balurghat bjp president swarup chowdhury
balurghat tmc president mrinal sarkar
balurghat durga puja