WhatsApp_Image_2022-11-28_at_1556.13
সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে বীরভূমে (Birbhum) জোরকদমে আসরে নেমে পড়েছে বিজেপি (BJP)। পঞ্চায়েতের সবকটি আসন নিজেদের পকেটে পুরতে রবিবার মল্লারপুরে হাজির ছিলেন দলের শীর্ষ নেতারা। ছিলেন মিঠুন চক্রবর্তীও (Mithun Chakrabarty)। বোলপুর (Bolpur) সাংগঠনিক জেলার এই পঞ্চায়েত কার্যকর্তা সম্মেলনে একদিকে যেমন দেখা গেল পাওয়া না পাওয়ার নানা প্রশ্ন, তেমনি ফুটে উঠল কিছু আবেগের মুহূর্ত। মিঠুনের আশ্বাসে কেঁদে ফেললেন রিনা প্রামাণিক নামে মল্লারপুরের এক মহিলা। এক স্কুল পড়ুয়াকে পড়াশোনার জন্য মিঠুনের সাহায্যের বার্তায় উঠল জয় শ্রীরাম ধ্বনি। মহাগুরুকে কাছে পেয়ে তাঁকেই যেন নিজেদের মুশকিল আসান বলে মনে করছিলেন বীরভূমের হাজার হাজার মানুষ। তাঁদের যথাসাধ্য সাহায্যের বার্তা দিলেন মিঠুন। মল্লারপুর হাইস্কুলের দশম শ্রেণির এক ছাত্র যখন পাথর ভর্তি গাড়ির জন্য স্কুল যেতে সমস্যার কথা তুলে ধরে, তখন তার সুরাহার পথ বাতলে দেন বিজেপি নেতা। রাজ্য জুড়ে এই না পাওয়ার রাজত্বে তাঁর আশ্বাস, বিজেপিকে বাংলায় আনুন, সব সমস্যার সমাধান হবে।
Tags: