প্রথমবার টমাস কাপ জিতে ইতিহাস রচনা ভারতের
একটা ফোনকল বদলে দিল টমাস কাপ চ্যাম্পিয়নদের মুড। সবে বিশ্ব ব্যাডমিন্টনে সবচেয়ে সম্মানজনক প্রতিযোগিতায়, ইন্দোনেশিয়াকে হারিয়ে, ভিক্টরি পোডিয়াম থেকে সোনা নিয়ে নেমেছে ভারতীয় টিম। গত ৭৩ বছরে প্রথমবার। তখনই ফোনটা এল। ব্যাডমিন্টনে নতুন বিশ্বজয়ীরা তখনও বিশ্বাস করতে পারছেন না ফোন এসেছে দেশের সর্বোচ্চ অফিস থেকে। করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর কি হল আপনারাই শুনুন।...
দলনেতা শ্রীকান্ত কিদাম্বি সঙ্গে শুধু নয়। প্রধানমন্ত্রী কথা বললেন সব শাটলারের সঙ্গেই। লক্ষ্য সেন, চিরাগ শেট্টি, স্বাত্তিক সাইরাজ বাদ গেল না কেউই। জনে জনে সকলকেই অনুপ্রাণিত করলেন প্রধানমন্ত্রী।
নতুন চ্যাম্পিয়নরাও জানালেন, কোয়ার্টার ফাইনালে ৫ বারের জয়ী মালয়েশিয়াকে হারানোর পরই প্রতিজ্ঞাবদ্ধ হয় গোটা দল। বিশ্বাস করতে শুরু করে,ভারতও জিততে পারে।
দেশের স্পোর্টস পরিকাঠামোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানালেন সোনার ছেলেরা।