মোমিনপুর ফেরাল নোয়াখালির স্মৃতি
নোয়াখালির ছায়া কি খিদিরপুরে? ঠিক লক্ষ্মীপুজোর দিনে কলকাতার মোমিনপুরে যা ঘটল (Mominpur Violance), তা প্রশ্ন তুলে দিচ্ছে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে। স্বাধীনতার আগের বছর ১৯৪৬ সালে এই কোজাগরী পুজোর দিনেই নোয়াখালিতে (Noyakhali 1946) নিহত হয়েছিলেন পাঁচ হাজারেরও বেশি হিন্দু। ঘরছাড়া হয়েছিলেন ৫০ হাজারের বেশি। এবার পশ্চিমবঙ্গেই খোদ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়ির কয়েক কিলোমিটার দূরে লক্ষ্মীপুজোর দিনে ঘটল হিংসার ঘটনা। নির্বিচারে ভাঙচুর হল একাধিক বাইক। লন্ডভন্ড করা হল দোকান। ধরানো হল আগুন। হামলা চলল থানাতেও। ভয়ে কাঠ হয়ে সবকিছুর সাক্ষ্মী থাকল পুলিশ প্রশাসন।
ঘটনার পরই ট্যুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লিখেছেন, ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তারাই বারবার এমন ঘটনা ঘটিয়ে ধ্বংস হয়ে যায়। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন নোয়াখালিতে দাঙ্গা হয়েছিল, এখন কলকাতায় এমন ঘটনা ঘটছে। স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জীর রাজত্বে পশ্চিমবঙ্গ একেবারেই নিরাপদ নয়। সাম্প্রদায়িক দাঙ্গা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখানে।
মমতার আমলে এটাই প্রথম নয়, মৌলবাদীদের তাণ্ডব বারবার প্রত্যক্ষ করেছে বাংলা। দেগঙ্গা, বসিরহাট, ধুলাগড়, কালিয়াচক, সলপ , চন্দননগর থেকে ইলামবাজার। একের পর এক ঘটেছে দাঙ্গার ঘটনা। সবচেয়ে বিষ্ময়ের এটাই যে চোখের সামনে হিংসার ঘটনা দেখেও নির্বাক দর্শক হিসেবে দাঁড়িয়ে থেকেছে পুলিশ। কার নির্দেশে পুলিশের এই অসহায় চেহারা, তা জানতে চায় গোটা বাংলা।
কয়েকমাস আগেই পয়গম্বর বিতর্কে হাওড়ার ধূলাগড়ে রাজপথ অচল করে দিয়েছিল একদল দুষ্কৃতী। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেছিলেন যাত্রীরা। আটকে থেকেছিল অ্যাম্বুলেন্স। অচল করে দেওয়া হয়েছিল রেলপথ। সারা দেশ দেখেছিল, কেমন নির্বাক দর্শক হয়ে সবকিছু দেখছে পুলিশ। জনজীবন স্বাভাবিক করার কোনও উদ্যোগই নজরে পড়েনি।
রাজ্যের যেখানেই মৌলবাদীরা এই তাণ্ডব চালিয়েছে, তখনই তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে মমতা প্রশাসন। মুখ বন্ধ করার চেষ্টা চালিয়েছে বিরোধীদের। উত্তেজনা ছড়ানোর অজুহাত দেখিয়ে বিরোধী নেতাদের গ্রেফতার করা হয়েছে। আর এভাবেই একটি বিশেষ শ্রেণীকে খুশি করার জন্য বাংলায় অরাজক পরিস্থিতির তৈরি করেছে খোদ মমতার পুলিশ। চোখের সামনে অন্যায় হচ্ছে, অথচ ভয়ে সিঁটিয়ে আছে প্রশাসন। আর পুলিশ মন্ত্রী হয়ে সবকিছু দেখে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Tags:
west Bengal violence
Mominpur Violence
noyakhali shadow at mominpur
mominpur ekbalpur violence
ekbalpur police station
khidirpur violence
mominpur violence on laxmipuja
mominpur
violence
mominpur violence news
violence in mominpur
bengal mominpur violence
khidirpur & mominpur violence
suvendu adhikari mominpur violence
west bengal mominpur communal violence
violence in bengal
bengal communal violence