img

Follow us on

Sunday, Jan 19, 2025

Mominpur Violence: মোমিনপুরে তাণ্ডব,থানা ছেড়ে পালাল পুলিশ!

মোমিনপুরে তাণ্ডব, দর্শক পুলিশ

  2022-10-10 23:23:53

লক্ষ্মীপুজোর দিনে উত্তপ্ত ইকবালপুর-মোমিনপুর এলাকা (ekbalpur mominpur violence)। দোকান জ্বলছে। বাড়িতে ভাঙচুর হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে বহু বাইক। এমনকি বহুতল থেকে পেট্রোল বোমা ছোঁড়ারও অভিযোগ উঠেছে। বিজেপি নেতারা যেসব ভিডিও টুইট করেছেন সেই সব ছবি দেখলে হামলার সময় কতটা মারাত্মক পরিস্থিতি ছিল তা টের পাওয়া যায়। কিছু ভিডিওয় দেখা যাচ্ছে বহুতল বাড়ি থেকে বস্তির ওপর মুহুর্মুহু ইট ছোঁড়া হচ্ছে। অসহায় পরিবার। 

অন্ধকার রাতে এলাকায় পৌঁছেছে পুলিশ।  কিন্তু সবকিছু ঠিকঠাক আছে দাবি করে তারা চুপচাপ বসে আছে। অথচ সেই মুহূর্তেই চলছে তাণ্ডব। ভয়ে এলাকা ছাড়া বহু হিন্দু পরিবার। একদিকে যখন এই ঘটনা ঘটছে, তখনই ইকবালপুর থানার (ekbalpur ps) ওপর চড়াও হয়েছে অনেকে। হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে থানা থেকে পালিয়েছে পুলিশ। পুরো ঘটনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। আক্রান্ত পরিবারগুলির নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন রাজ্যপাল লা গণেশনকেও।

এলাকায় শান্তি ভঙ্গের অভিযোগ তুলে কলকাতা পুলিশ কমিশনারকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে টুইট করেছেন ওই এলাকারই বাসিন্দা সৈয়দ ইস্তিয়াক আলম। তাঁর অভিযোগ, মোমিনপুর দাঙ্গার জন্য দায়ী তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের জামাই রেহান খান, মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ শাহবাজ আলম এবং ফোনেইক্স গ্রুপের গুলাম আসরাফ। এলাকার শান্তিপ্রিয় মুসলিমরাই ঘটনার প্রতিবাদ জানিয়ে পুলিশকে  ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছেন। কিন্তু পুলিশ হাত গুটিয়ে বসে আছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকায় যেতে চেয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু তাঁকে চিংড়িঘাটা থেকেই আটক করে পুলিশ। বিজেপির অভিযোগ, বিরোধী দলের নেতাদের আটকাতে যতটা সচেষ্ট পুলিশ, বন্দর এলাকার হিন্দুদের নিরাপত্তায় তার ছিটেফোঁটাও উদ্যোগ নেয় না প্রশাসন। ফলে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে শুধু ভোটের স্বার্থে কি একটা শ্রেণীকে তোষণের পথে আটকে রয়েছেন মুখ্যমন্ত্রী? এভাবেই কি ক্রমশ অথৈ জলে তলিয়ে যাচ্ছে রাজ্যের শাসন ব্যবস্থা? প্রশ্ন বাংলার ঘরে ঘরে। কিন্তু উত্তর দেওয়ার কেউ নেই। 

 

 

 

 

Tags:

Madhyom

bangla news

kolkata police

west Bengal violence

Mominpur Violence

mominpur ekbalpur violence

ekbalpur police station

khidirpur violence

mominpur violence on laxmipuja

  mominpur

violence

mominpur violence news

violence in mominpur

bengal mominpur violence

khidirpur & mominpur violence

suvendu adhikari mominpur violence

west bengal mominpur communal violence

violence in bengal

bengal communal violence

mominpur violence

police flew

police left station

kp

mominpur tension

stone pelting

mominpur stone pelting


আরও খবর


ছবিতে খবর